বঙ্গদর্শন
বঙ্কিমচন্দ্র সম্পাদিত মাসিক সাহিত্য পত্রিকা।
এর প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১২৭৯ বঙ্গাব্দের ১লা বৈশাখ। ১২৭৯ বঙ্গাব্দের বৈশাখ
থেকে ১২৮২ বঙ্গাব্দের চৈত্র মাস অবধি এর সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
১২৮৩ বঙ্গাব্দে এর প্রকাশ স্থগিত ছিল। ১২৮৪ বঙ্গাব্দ থেকে পত্রিকাটি পুনঃপ্রকাশিত
হয় সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায়। এরপর শ্রীশচন্দ্র মজুমদার ১২৯০
বঙ্গাব্দের কার্তিক থেকে মাঘ পর্যন্ত ৪টি সংখ্যার সম্পাদকের দায়িত্ব পালন করেন।
১৩০৮ বঙ্গাব্দ থেকে ১৩১২ বঙ্গাব্দ পর্যন্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায়
বঙ্গদর্শন নবপর্যায়ে ৫ বৎসর প্রকাশিত হয়। এরপর পত্রিকাটি বন্ধ হয়ে যায়।
নিচে এই পত্রিকায় প্রকাশিত রবীন্দ্রসঙ্গীতের
তালিকা দেওয়া হলো।
- বিশ্ব যখন নিদ্রামগন গগন অন্ধকার [পূজা-১৩৬]
[তথ্য] [বৈশাখ ১৩১৭ বঙ্গাব্দ]
[নমুনা]
- সীমার মাঝে, অসীম, তুমি বাজাও আপন সুর। [পূজা-৬৫]
[তথ্য] [মাঘ ১৩১৭ বঙ্গাব্দ]
[নমুনা]
- হেরি অহরহ তোমারি বিরহ ভুবনে [পূজা-১৪০]
[তথ্য]
[ভাদ্র, ১৩১৬]
[নমুনা]