১৩২৭
বঙ্গাব্দে (১৯২০ খ্রিষ্টাব্দ) নলিনীকান্ত সরকারের সম্পাদনায়
প্রথম প্রকাশিত হয়েছিল। তখন পত্রিকাটি ছিল সাপ্তাহিক। পত্রিকাটি প্রকাশের উদ্যাক্তাদের মধ্যে ছিলেন
নলিনীকান্ত সরকার, বারীন্দ্রকুমার ঘোষ, শচ্চিদানন্দ সেনগুপ্ত, অরুণসিংহ এবং দিনেশ
রঞ্জন দাস।
উল্লেখ্য, এই পত্রিকায় ১৯২২
খ্রিষ্টাব্দের ৬ জানুয়ারি (শুক্রবার ২২ পৌষ ১৩২৮ বঙ্গাব্দ) কাজী নজরুল ইসলামের
রচিত "বিদ্রোহী" কবিতা প্রকাশিত হয়। এই সময় পত্রিকাটির সম্পাদক ছিলেন নলিনীকান্ত সরকার।
এক বছর পর
১৩২৮
বঙ্গাব্দে পত্রিকাটির সম্পাদক
হিসাবে নিযুক্ত হন বারীন্দ্রকুমার
ঘোষ ও শচীন্দ্রনাথ সেনগুপ্ত। এরপর ১৩২৯
বঙ্গাব্দ
থেকে শচীন্দ্রনাথ
সেনগুপ্ত-এর একক সম্পাদনায়
পত্রিকাটি প্রকাশিত হতে থাকে। এরপর ১৩৩২
বঙ্গাব্দে
অরুণ সিংহ ও দীনেশরঞ্জন দাশের সম্পাদনায়
পত্রিকাটি প্রকাশিত হয়।
১৩৩৩
বঙ্গাব্দে এই পত্রিকাটি পাক্ষিকে রূপান্তরিত হয়। তখন এর সম্পাদক
ছিলেন বারীন্দ্রকুমার
ঘোষ। ১৩৪০
বঙ্গাব্দে শেষবারের মতো পত্রিকাটি মাসিক হিসাবে প্রকাশিত হয়। এবারের সম্পাদক ছিলেন- বাসুদেব
বন্দোপাধ্যায়।
এই পত্রিকায় প্রকাশিত রবীন্দ্রসঙ্গীতের তালিকা দেওয়া হলো।