বীণাবাদিনী
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সম্পাদিত একটি মাসিক পত্রিকা। এর ব্যবস্থাপনায় ছিলেন ডোয়ার্কিন এন্ড সন্স। মূলত 'ভারত সঙ্গীত সমাজ'-এর পক্ষ থেকে এই পত্রিকাটি প্রকাশিত হতো। পত্রিকটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৩০৪ বঙ্গাব্দের শ্রাবণ মাসে। আর্থিক অস্বচ্ছলতার কারণে এই পত্রিকাটি অচিরেই বন্ধ হয়ে যায়। এর শেষ সংখ্যা প্রকাশিত হয় ১৩০৫ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে।

এই অল্প সময়ের ভিতরে এই পত্রিকায় রবীন্দ্রনাথের মোট ৩৭টি গান প্রকাশিত হয়েছিল। এই গানগুলো হলো