প্রবাসী
পত্রিকা
প্রবাসী পত্রিকার বৈদ্যুতিন নমুনা
[যুক্ত করতে হবে]
বাংলা ভাষায় প্রকাশিত একটি মাসিক পত্রিকা। এলাহাবাদ কায়স্থ পাঠশালার (কলেজ) অধ্যক্ষ শ্রীরামানন্দ চট্টোপাধ্যায়
এলাহাবাদ থেকে এই পত্রিকাটি প্রকাশ শুরু করেন। বাংলার বাইরে
থেকে অর্থাৎ প্রবাস থেকে প্রকাশিত বলে ইনি এই পত্রিকার নাম দিয়েছিলেন প্রবাসী। পত্রিকাটি প্রথম
প্রকাশিত হয়েছিল ১৩০৮ বঙ্গাব্দের
বৈশাখ মাসে (এপ্রিল ১৯০১ খ্রিষ্টাব্দ)। পত্রিকাটির মালিক
ও সম্পাদক ছিলেন, রামানন্দ চট্টোপাধ্যায়। তাঁর মৃত্যুর পর, ১৩৫০ বঙ্গাব্দে
এই পত্রিকাটির সম্পাদনা
করেছিলেন কেদারনাথ চট্টোপাধ্যায়। এরপর অশোক চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হয় ১৩৭২ খ্রিষ্টাব্দে। এই পত্রিকায়
প্রকাশিত রবীন্দ্রনাথের গানের তালিকা নিচে তুলে ধরা হলো।
-
অনেক কথা যাও যে ব'লে[প্রেম-১৪৭]
[তথ্য]।ভাদ্র ১৩৩৩ বঙ্গাব্দ।
- অসীম ধন তো আছে তোমার [পূজা-৭৯]
[তথ্য]
[চৈত্র ১৩২০ বঙ্গাব্দ]
[নমুনা]
- অগ্নিবীণা বাজাও তুমি কেমন ক'রে [পূজা: ১৫৮]
[তথ্য]
[অগ্রহায়ণ ১৩২১ বঙ্গাব্দ]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে [পূজা-২১২]
[তথ্য]
[অগ্রহায়ণ ১৩২১ বঙ্গাব্দ]
[নমুনা]
- আজ শ্রাবণের আমন্ত্রণে [প্রকৃতি-৫৬]
[তথ্য]।
বৈশাখ ১৩৩৩ বঙ্গাব্দ।
- আজি শ্রাবণঘনগহন মোহে [প্রকৃতি-৯৪]
[তথ্য]। [শ্রাবণ ১৩১৬ বঙ্গাব্দ]
[নমুনা]
- আমরা তারেই জানি তারেই জানি [পূজা-৮২]
[তথ্য]। আশ্বিন ১৩১৮ বঙ্গাব্দ।
- আমার নিশীথরাতের বাদলধারা [প্রেম-৬৮]
[তথ্য]
অগ্রহায়ণ ১৩২২ বঙ্গাব্দ।
- আমার মুখের কথা তোমার [পূজা-১০৮]
[তথ্য]
[চৈত্র ১৩২০ বঙ্গাব্দ]
[নমুনা]
- আমার যে আসে কাছে, যে যায় চলে দূরে [পূজা-২৪৬]
[তথ্য]
[চৈত্র ১৩২০ বঙ্গাব্দ]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- আমার সকল কাঁটা ধন্য করে [পূজা-২৯৩]
[তথ্য]
[চৈত্র ১৩২০ বঙ্গাব্দ]
[নমুনা]
- আমার সুরের সাধন রইল পড়ে
[আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ]
[নমুনা]
- আমি তোমার প্রেমে হব [প্রেম-৯১]
[তথ্য]
[আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ]
[নমুনা]
-
আমি যে আর
সইতে পারি নে [প্রেম-৪৭]
[তথ্য]
[অগ্রহায়ণ ১৩২১ বঙ্গাব্দ]
[নমুনা]
- আমি হৃদয়েতে পথ কেটেছি [পূজা-২১৮]
[তথ্য]
[অগ্রহায়ণ ১৩২১ বঙ্গাব্দ]
[নমুনা]
- আরো আরো, প্রভু আরো আরো [পূজা-২২৮]
[তথ্য] [আষাঢ় ১৩১৬ বঙ্গাব্দ]
[নমুনা]
- আলো যে যায় রে দেখা [পূজা-২৪২]
তথ্য] [কার্তিক ১৩২১ বঙ্গাব্দ]
[নমুনা]
- এ পথ গেছে কোন্খানে গো কোন্খানে [পূজা-৩৮৯]
[তথ্য]
আশ্বিন ১৩১৮ বঙ্গাব্দ
- এ হরিসুন্দর, এ হরিসুন্দর [পূজা ও প্রার্থনা-২]
[তথ্য]
[চৈত্র ১৩২০ বঙ্গাব্দ]
[নমুনা]
- এই কাঁচা ধানের ক্ষেতে[অগ্রহায়ণ ১৩২১ বঙ্গাব্দ]
[নমুনা]
- এক হাতে ওর কৃপাণ আছে [পূজা-২১১]
[তথ্য]
[অগ্রহায়ণ ১৩২১ বঙ্গাব্দ ]
[নমুনা]
- এখনো গেল না আঁধার [পূজা-১৫১]
[তথ্য]
[আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ]
[নমুনা]
- এরে ভিখারি সাজায়ে কী রঙ্গ তুমি করিল[পূজা-৭৪]
তথ্য]।
আশ্বিন ১৩২১ বঙ্গাব্দ
- ঐ যে কালো মাটির বাসা [পূজা-২১০]
[তথ্য]
[অগ্রহায়ণ ১৩২১ বঙ্গাব্দ]
[নমুনা]
- ও অকূলের কূল, ও অগতির গতি [পূজা-৭০]
[তথ্য
। আশ্বিন ১৩১৮ বঙ্গাব্দ
- ওগো আমার চির-অচেনা পরদেশী [প্রেম-১৯৪] [তথ্য]
কার্তিক ১৩৪৪ বঙ্গাব্দ।
-
কাণ্ডারী গো, এবার যদি এসে থাক কূলে [
অগ্রহায়ণ, ১৩২১ বঙ্গাব্দ।
[নমুনা]
-
কাল রাতের বেলা গান [প্রেম-৯
[তথ্য]
[অগ্রহায়ণ, ১৩২২ বঙ্গাব্দ।
- কাহার গলায় পরাবি
গানের
[প্রেম-৩]
[তথ্য]
বৈশাখ ১৩৩৩ বঙ্গাব্দ
কূল থেকে মোর গানের তরী দিলেম খুলে [পূজা-১৬]
[তথ্য]
[অগ্রহায়ণ, ১৩২১ বঙ্গাব্দ]
[নমুনা]
কোন্ খেপা
শ্রাবণ ছুটে এল [প্রকৃতি-১৫৫]
[তথ্য]।
[কার্তিক ১৩২২ বঙ্গাব্দ]
খেলাঘর বাঁধতে লেগেছি [বিচিত্র-২৬]তথ্য] আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ।
গানের ঝরনাতলায় তুমি সাঁঝের বেলায় এলে [পূজা-৩০]
[তথ্য]। পৌষ ১৩৩১ বঙ্গাব্দ।
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
গাব তোমার সুরে [পূজা-৯৭]
[তথ্য]
[চৈত্র ১৩২০ বঙ্গাব্দ]
[নমুনা]
চরণ ধরিতে দিয়ো গো আমার [পূজা-১০৪]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
জগত জুড়ে উদার সুরে আনন্দগান বাজে [পূজা-১৪৪]
[তথ্য]
[নমুনা]
জানি গো, দিন যাবে এ দিন যাবে [পূজা-৫৯৪]
[তথ্য]
[চৈত্র ১৩২০ বঙ্গাব্দ]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
তুমি কি এসেছ মোর দ্বারে [পূজা-৯১]
[তথ্য]। আষাঢ় ১৩৩৩ বঙ্গাব্দ।
তোমায় আমায় মিলন হবে ব'লে [পূজা-৩৪]
[তথ্য] [চৈত্র ১৩২০ বঙ্গাব্দ]
[নমুনা]
তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে। [পূজা-৭৩]
[তথ্য]
[অগ্রহায়ণ ১৩২১ বঙ্গাব্দ]
[নমুনা]
তোমার কাছে এ বর মাগি [পূজা-১৭]
[তথ্য]
[অগ্রহায়ণ ১৩২১ বঙ্গাব্দ]
[নমুনা]
তোমার নয়ন আমায় বারে বারে[পূজা-৮]
[তথ্য]। কার্তিক ১৩২২ বঙ্গাব্দ।
তোমারি নাম বলব নানা ছলে [পূজা-১০৫]
[তথ্য]
[চৈত্র ১৩২০ বঙ্গাব্দ]
[নমুনা]
দুঃখের বরষায় চক্ষের জ্বল যেই নামল [পূজা-৪৮]
[তথ্য]। অগ্রহায়ণ ১৩২১ বঙ্গাব্দ।
[নমুনা]
দূরদেশী সেই রাখাল ছেলে [বিচিত্র-৮৫]
[তথ্যজ্যৈষ্ঠ ১৩৩০ বঙ্গাব্দ
ধীরে বন্ধু , ধীরে ধীরে [পূজা-৪৬]
[তথ্য]জ্যৈষ্ঠ ১৩২২ বঙ্গাব্দ
নয় এ মধুর খেলা [পূজা-২৩৫]
[তথ্য]
[চৈত্র ১৩২০ বঙ্গাব্দ]
[নমুনা]
না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে [পূজা-২০৬]
[তথ্য]
[নমুনা]
পথ চেয়ে যে কেটে গেল কত দিনে রাত [পূজা-১৫৯]
[তথ্য]
[অগ্রহায়ণ ১৩২১ বঙ্গাব্দ]
[নমুনা]
পথে যেতে ডেকেছিলে মোর [পূজা-১১৬]
[তথ্য]
কার্তিক ১৩৩৩ বঙ্গাব্দ।
[নমুনা]
পুষ্প দিয়ে মারো যারে [পূজা-৫৯২]
[তথ্য]
[আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ]
[নমুনা]
পোহালো পোহালো বিভাবরী [প্রকৃতি-১৬৯]
[তথ্য]
[নমুনা]
প্রথম যুগের উদয়দিগঙ্গনে
[তথ্য]
[জ্যৈষ্ঠ ১৩৪৭ বঙ্গাব্দ]
প্রভু, তোমার বীণা যেমনি বাজে [পূজা-৩৫]
[তথ্য]
চৈত্র ১৩২০ বঙ্গাব্দ]
[নমুনা]
প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে [পূজা-১০৯]
[তথ্য]চৈত্র ১৩২০ বঙ্গাব্দ]
[নমুনা]
প্রাণে খুশির তুফান উঠেছে [পূজা-৩১৪]
[তথ্য] [চৈত্র ১৩২০ বঙ্গাব্দ]
[নমুনা]
ভরা থাক্ স্মৃতিসুধায় [প্রেম-২৩৯]
[তথ্য]।
জ্যৈষ্ঠ ১৩৩০ বঙ্গাব্দ।
ভুলে যাই থেকে থেকে। [পূজা-৭২]
[তথ্য]।
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
ভোরের বেলায় কখন এসে [পূজা-২৬৭][চৈত্র ১৩২০ বঙ্গাব্দ]
[তথ্য]
[নমুনা]
বাঁচান বাঁচি মারেন মরি [পূজা-৪৫৪]
[তথ্য] [আশ্বিন ১৩১৬]
[নমুনা]
বাজাও আমারে বাজাও [পূজা-৯৯]
[তথ্য] [চৈত্র ১৩২০ বঙ্গাব্দ]
[নমুনা]
মাধবী হঠাৎ কোথা হতে [প্রকৃতি-২৬১] বৈশাখ ১৩২৭ বঙ্গাব্দ।
মালা হতে খসে-পড়া ফুলের একটি দল [পূজা-৪১]
[তথ্য]
[নমুনা]
মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই [পূজা-৫৯৩]
[তথ্য]
[নমুনা]
মেঘের পরে মেঘ জমেছে [প্রকৃতি-৩২]
[তথ্য]
[শ্রাবণ ১৩১৬ বঙ্গাব্দ]
[নমুনা]
মোর মরণে তোমার হবে জয় [পূজা-২০৭]
[তথ্য]
[অগ্রহায়ণ ১৩২১ বঙ্গাব্দ]
[নমুনা]
যখন তুমি বাঁধছিলে তার সে যে বিষম ব্যথা [পূজা-২০৯]
[তথ্য]
[অগ্রহায়ণ ১৩২১ বঙ্গাব্দ]
[নমুনা]
যা হবার তা হবে [পূজা-৮৩]
[তথ্য]।
[নমুনা] আশ্বিন ১৩১৮ বঙ্গাব্দ।
যিনি সকল কাজের কাজী [পূজা-৮১]
[তথ্য]। আশ্বিন ১৩১৮
যে থাকে থাক-না দ্বারে [পূজা-৩৫৭]
[তথ্য]
[অগ্রহায়ণ ১৩২১ বঙ্গাব্দ]
[নমুনা]
রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান [পূজা-২০]
[তথ্য]। বৈশাখ ১৩২১ বঙ্গাব্দ।
লুকিয়ে আস আঁধার রাতে [পূজা-৯০]
[তথ্য]।
চৈত্র ১৩২০ বঙ্গাব্দ]
[নমুনা]
শুধু কি তার বেঁধেই তোর কাজ ফুরাবে [পূজা-৮৬]
[তথ্য]
[বৈশাখ ১৩২৯ বঙ্গাব্দ]
[নমুনা]
শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়। [পূজা-৩৭]
[তথ্য]
- [অগ্রহায়ণ ১৩২১ বঙ্গাব্দ]
[নমুনা
প্রথমাংশ,
শেষাংশ]
- [মাঘ ১৩২১]
[নমুনা]
শেষ নাহি যে, শেষ কথা কে বলবে [পূজা-৬০৬]
[তথ্য]
[নমুনা]
সকল জনম ভ'রেও মোর দরদিয়া [পূজা-১৬৩] [তথ্য]
[নমুনা]
সামনে এরা চায় না যেতে (যেতে
যেতে চায় না যেতে) [পূজা-১৫৩]
[তথ্য]
[অগ্রহায়ণ ১৩২১ বঙ্গাব্দ ]
[নমুনা]
হৃদয়ে তোমার দয়া যেন পাই [পূজা-১২১]
[তথ্য] [ভাদ্র ১৩১৬]
[নমুনা]
হে মহাজীবন, হে মহামরণ, লইনু শরণ [পূজা-১১৫]
[তথ্য] কার্তিক ১৩৩৩ বঙ্গাব্দ।
[নমুনা]
হিংসায় উন্মত্ত পৃথ্বী [পূজা-৪০৬]
বৈশাখ ১৩৩৪ বঙ্গাব্দ। [তথ্য]
[নমুনা]
বজ্রে তোমার বাজে বাঁশি, সেকি সহজ গান
[পূজা-২২২] [তথ্য]