সঙ্গীতবিজ্ঞান-প্রবেশিকা পত্রিকা
 সঙ্গীত বিষয়ক 
মাসিক পত্রিকা। ১৩৩১ বঙ্গাব্দে পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল। পত্রিকার প্রথম সম্পাদক 
ছিলেন শরতৎচন্দ্র চট্টোপাধ্যায়। ১৩৩৫ বঙ্গাব্দে এই পত্রিকার সম্পাদক মণ্ডলীতে ছিলেন-গোপেশ্বর 
বন্দ্যোপাধ্যায়,
				শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও কালিদাস নাগ। ১৩৩৬ বঙ্গাব্দে এর সম্পাদকমণ্ডলী 
পরিবর্তিত হয়। এই সময়ে 
সম্পাদকমণ্ডলীতে ছিলেন গোপেশ্বর 
বন্দ্যোপাধ্যায়,
				দিনেন্দ্রনাথ ঠাকুর ও কালিদাস নাগ। 
এই 
পত্রিকায় প্রকাশিত গানগুলির তালিকা নিচে দেওয়া হলো। 
 
অনেক দিনের 
শূন্যতা মোর ভরতে হবে
[পূজা-২৭২]
[তথ্য] 
আজি বরিষনমুখরিত শ্রাবণরাতি [প্রকৃতি-১১৮] [তথ্য]
	কাহার গলায় পরাবি 
গানের 
    
    [প্রেম-৩] 
	
		[তথ্য] 
		
		দূরদেশী সেই রাখাল ছেলে।
		[বিচিত্র-৮৫]
[তথ্য] 
		
সুরের গুরু, দাও গো সুরের দীক্ষা।
    
		[মাঘ 
		১৩৩৮ বঙ্গাব্দ] 
		
[পূজা-২] 
[তথ্য]