সঙ্গীত-প্রকাশিকা পত্রিকা

সঙ্গীত বিষয়ক মাসিক পত্রিকা। ১৩৩১ বঙ্গাব্দে পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল। পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ১৩৩৫ বঙ্গাব্দে এই পত্রিকার সম্পাদক মণ্ডলীতে ছিলেন-গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও কালিদাস নাগ। ১৩৩৬ বঙ্গাব্দে এর সম্পাদকমণ্ডলী পরিবর্তিত হয়। এই সময়ে সম্পাদকমণ্ডলীতে ছিলেন গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, দিনেন্দ্রনাথ ঠাকুর ও কালিদাস নাগ।

 

নিচে এই পত্রিকায় প্রকাশিত রবীন্দ্রনাথের গানগুলির- প্রকাশকাল, রাগ-তাল পরিচিত ও স্বরলিপিকারের নাম সহ কালানুক্রমিক সূচিতে উল্লেখ করা হলো।

 

  1. অনিমেষ আঁখি সেই কে দেখেছে [পূজা-৫০৬] [তথ্য] [আশ্বিন, ১৩১৬ বঙ্গাব্দ]

  2. অন্তর মম বিকশিত করো অন্তরতর হে [পূজা-১১১] [তথ্য] [মাঘ ১৩১৪ বঙ্গাব্দ]

  3. অন্ধজনে দেহো আলো মৃতজনে দেহো প্রাণ [পূজা-১১৪] [তথ্য] [ভাদ্র ১৩০৯] [নমুনা]
  4. অমল কমল সহজে জলের কোলে [পূজা-৩২৫] [তথ্য] [অগ্রহায়ণ ১৩১৪ বঙ্গাব্দ]

  5. আজি এ আনন্দসন্ধ্যা সুন্দর বিকাশ [পূজা-৩২০] [তথ্য] [মাঘ ১৩১৫ বঙ্গাব্দ]

  6. আজি নাহি নাহি নিদ্রা আঁখিপাত [পূজা-৪২৫] [তথ্য] [মাঘ ১৩১৫ বঙ্গাব্দ]

  7. আজি বহিছে বসন্তপবন সুমন্দ [পূজা-৩০৮] [তথ্য] [মাঘ ১৩১৫ বঙ্গাব্দ]

  8. আজি মম জীবনে নামিছে ধীরে [পূজা-৫০৮] [তথ্য] [পৌষ ১৩১৪ বঙ্গাব্দ]

  9. আনন্দ তুমি স্বামি, মঙ্গল তুমি [পূজা-২৪০] [তথ্য][আষাঢ় ১৩০৯ বঙ্গাব্দ] [নমুনা]
  10. আমার এ ঘরে আপনার করে [পূজা-১০৬] [তথ্য] [মাঘ ১৩১০ বঙ্গাব্দ]
  11. আমার মন তুমি, নাথ, লবে হ'রে [পূজা-১৭৩] [তথ্য] [চৈত্র ১৩১১ বঙ্গাব্দ]

  12. আমার মাথা নত করে দাও হে [পূজা-৪৯২] [তথ্য] [আষাঢ় ১৩১৪ বঙ্গাব্দ]

  13. আমার মিলন লাগি তুমি [পূজা-১২৮] [তথ্য] [ফাল্গুন ১৩১৬ বঙ্গাব্দ]
  14. আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি [স্বদেশ-১] [থ্য] [আশ্বিন ১৩১২ বঙ্গাব্দ]

  15. আমি কেমন করিয়া জানাব [পূজা-৬৭] [তথ্য] [পৌষ ১৩১৪ বঙ্গাব্দ]
  16. আমি বহু বাসনায় প্রাণপণে চাই [পূজা-২২৫] [তথ্য] [অগ্রহায়ণ ১৩১৪ বঙ্গাব্দ]

  17. আরো আরো, প্রভু, আরো আরো [পূজা-২২৮] [তথ্য] [জ্যৈষ্ঠ ১৩১৬ বঙ্গাব্দ]

  18. এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন [জাতীয় সংগীত-৭] [তথ্য] [অগ্রহায়ণ ১৩১২ বঙ্গাব্দ]

  19. এসো হে  গৃহদেবতা। [আনুষ্ঠানিক-১৪] [তথ্য] [কার্তিক ১৩০৯]

  20. ওই আসনতলের মাটির 'পরে লুটিয়ে রব [পূজা-৪৯১] [তথ্য] [চৈত্র ১৩১৬ বঙ্গাব্দ]

  21. কত অজানারে জানাইলে তুমি [পূজা-৩৬৬] [তথ্য] [ভাদ্র ১৩১৫ বঙ্গাব্দ]

  22. কার মিলন চাও বিরহী [পূজা-৪২৮] [তথ্য] [পৌষ ১৩১৬ বঙ্গাব্দ]

  23. কে যায় অমৃতধামযাত্রী [পূজা-২৫২] [তথ্য] [বৈশাখ ১৩১৪ বঙ্গাব্দ]

  24. কেন জাগে না, জাগে না অবশ পরান [পূজা-৪০২] [তথ্য] [জ্যৈষ্ঠ ১৩১৮ বঙ্গাব্দ]

  25. কেমনে ফিরিয়া যাও না দেখি তাঁহারে [পূজা-৪৪৫] [তথ্য] [আশ্বিন ১৩১১ বঙ্গাব্দ]

  26. কেমনে রাখিবি তোরা তাঁরে লুকায়ে [পূজা-৫০৯] [তথ্য] [অগ্রহায়ণ ১৩১৭ বঙ্গাব্দ]

  27. কোথা হতে বাজে প্রেমবেদনা রে  [পূজা-৪৩১] [তথ্য] [মাঘ ১৩১৫ বঙ্গাব্দ]

  28. কোন্‌ শুভখনে উদিবে নয়নে [পূজা-১৪৫] [তথ্য] [মাঘ ১৩১৫ বঙ্গাব্দ]

  29. গরব মম হরেছ, প্রভু, দিয়েছ বহু লাজ [পূজা-৪৯৩] [তথ্য] [বৈশাখ ১৩১২ বঙ্গাব্দ]

  30. গায়ে আমার পুলক লাগে [পূজা-৩১৮] [তথ্য] [চৈত্র ১৩১৬ বঙ্গাব্দ]

  31. ঘাটে বসে ছি নমনা [পূজা-১৭৪] [তথ্য] [বৈশাখ ১৩০৯ বঙ্গাব্দ]

  32. চরণধ্বনি শুনি তব, নাথ [পূজা-৩৯৯] [তথ্য] [পৌষ ১৩১৪ বঙ্গাব্দ]

  33. জগত জুড়ে উদার সুরে আনন্দগান বাজে [পূজা-১৪৪] [তথ্য] [পৌষ ১৩১৬ বঙ্গাব্দ]

  34. জননী, তোমার করুণ চরণখানি [পূজা-৪৬৪] [তথ্য] [মাঘ ১৩১৫ বঙ্গাব্দ]

  35. জাগ’ জাগ’ রে জাগ’ সঙ্গীত [পূজা-২১] [তথ্য]। [মাঘ ১৩১৬ বঙ্গাব্দ।]

  36. জাগে নাথ জোছনারাতে [পূজা-৫৩৬] [তথ্য] [ফাল্গুন ১৩১৬ বঙ্গাব্দ]

  37. জানি জানি কোন্ আদি কাল হতে [পূজা-২৯৭] [তথ্য] [চৈত্র ১৩১৭ বঙ্গাব্দ]

  38. জানি হে যবে প্রভাত হবে তোমার কৃপা-তরণী [পূজা-২৯৯] [তথ্য] [শ্রাবণ ১৩০৯ বঙ্গাব্দ]

  39. তব অমল পরশরস, তব শীতল শান্ত [পূজা-৪০৮] [তথ্য] [মাঘ ১৩১৫ বঙ্গাব্দ]

  40. তব সিংহাসনের সন হতে এলে তুমি নেমে [পূজা-২৯৫] [তথ্য] [চৈত্র ১৩১৭ বঙ্গাব্দ]

  41. তুমি এবার আমায় লহো হে নাথ [পূজা-১২০] [তথ্য] [শ্রাবণ ১৩১৭ বঙ্গাব্দ]

  42. তুমি ধন্য ধন্য হে [পূজা-৪৭৪] [তথ্য] [অগ্রহায়ণ ১৩১১ বঙ্গাব্দ]

  43. তুমি নব নব রূপে এসো প্রাণ [পূজা-১৬৭] [তথ্য] [আশ্বিন ১৩১৫ বঙ্গাব্দ]
  44. তুমি বন্ধু, তুমি নাথ, নিশিদিন তুমি আমার। [পূজা-৬৯] [তথ্য] [বৈশাখ ১৩০৯ বঙ্গাব্দ]
  45. তুমি যত ভার দিয়েছ সে ভার [পূজা-১০০] [তথ্য] [মাঘ ১৩১৫ বঙ্গাব্দ]
  46. তোমার অসীমে প্রাণমন লয়ে [পূজা-৫৯৬] [তথ্য] [কার্তিক ১৩১০ বঙ্গাব্দ ]
  47. তোমার আমার এই বিরহের অন্তরালে [পূজা-১৩৪ ] [তথ্য] [শ্রাবণ ১৩৩৭ বঙ্গাব্দ]
  48. তোমারি রাগিণী জীবনকুঞ্জে [পূজা-১০৩] [তথ্য] [আষাঢ় ১৩০৯ বঙ্গাব্দ] [নমুনা]
  49. তোমারি সেবক করো হে [পূজা-১১৯] [তথ্য] [আষাঢ় ১৩০৯ বঙ্গাব্দ]
  50. দাঁড়াও, মন, অনন্ত ব্রহ্মাণ্ড-মাঝে [পূজা-২৬১]  [তথ্য] [ফাল্গুন ১৩১৬ বঙ্গাব্দ]

  51. দুখের বেশে এসেছ ব'লে [পূজা-২৩০] [তথ্য] [পৌষ ১৩১৪ বঙ্গাব্দ]

  52. নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল-মাঝে [পূজা-৩৮৫] [তথ্য] [পৌষ ১৩৩৬ বঙ্গাব্দ]

  53. নয়ন তোমারে পায় না দেখিতে [পূজা-৪৮৭, পূজা ও প্রার্থনা-৬৭] [তথ্য] [অগ্রহায়ণ ১৩১১ বঙ্গাব্দ]

  54. নিভৃত প্রাণের দেবতা  যেখানে জাগেন একা [পূজা-৩০০] [তথ্] [মাঘ ১৩১৬ বঙ্গাব্দ]

  55. নিশীথশয়নে ভেবে রাখি মনে, ওগো অন্তরযামী।[পূজা-১৭৮] [তথ্য] [বৈশাখ ১৩১২ বঙ্গাব্দ]

  56. প্রচণ্ড গর্জনে সিল একি দুর্দিন [পূজা-২২৬] [তথ্য] [পৌষ ১৩১৪ বঙ্গাব্দ]

  57. প্রতিদিন মি, হে জীবনস্বামী [পূজা-১৭৯] [তথ্য] [চৈত্র ১৩১৩ বঙ্গাব্দ]

  58. প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে [পূজা-৩১৬] [তথ্য] [ফাল্গুন ১৩১৫ বঙ্গাব্দ]

  59. বল দাও মোরে বল দাও[পূজা-১১০] [তথ্য] [মাঘ ১৩০৯ বঙ্গাব্দ]
  60. বাঁচান বাঁচি, মারেন মরি [পূজা-৪৫৪] [তথ্য] [শ্রাবণ ১৩১৬ বঙ্গব্দ]

  61. বাজে বাজে রম্যবীণা বাজে [পূজা-৩২১] [তথ্য] [মাঘ ১৩১৫ বঙ্গাব্দ]

  62. বিপদে মোরে রক্ষা করো  নহে মোর প্রার্থনা [পূজা-২২৭] [তথ্য] [অগ্রহায়ণ ১৩১৪ বঙ্গাব্দ]

  63. বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে [পূজা-৩২২] [তথ্য] [পৌষ ১৩১৪ বঙ্গাব্দ]

  64. বিশ্ব যখন নিদ্রামগন, গগন অন্ধকার[পূজা-১৩৬] [তথ্য] [শ্রাবণ ১৩১৭ বঙ্গাব্দ]

  65. বীণা বাজাও হে মম অন্তরে [পূজা-৪০৯] [তথ্য] [পৌষ ১৩১৪ বঙ্গাব্দ]

  66. ভয় হতে তব অভয়মাঝে [পূজা-১২৪] [তথ্য] [১১ মাঘ ১৩১২ বঙ্গাব্দ]

  67. ভুবনেশ্বর হে, মোচন কর’ বন্ধন সব মোচন কর’ হে [পূজা-১২২] [তথ্য] [জ্যৈষ্ঠ ১৩১৪ বঙ্গাব্দ]

  68. মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ [পূজা-৫৪৪] [তথ্য] [ষাঢ় ১৩০৯ বঙ্গাব্দ]

  69. মম অঙ্গনে স্বামী নন্দে হাসে [পূজা-৫০৭] [তথ্য] [পৌষ ১৩১৪ বঙ্গাব্দ]

  70. মহানন্দে হেরো গো সবে গীতরবে চলে শ্রান্তিহারা [পূজা ও প্রার্থনা-৬১] [তথ্য] [বৈশাখ, ১৩০৯ বঙ্গাব্দ]

  71. মহাবিশ্বে মহাকাশে মহাকাল-মাঝে [পূজা-৩৩৭, পূজা ও প্রার্থনা-৫৬] [তথ্য] [বৈশাখ ১৩০৯ বঙ্গাব্দ]

  72. মহারাজ, একি সাজে [পূজা-৫২২] [তথ্য] [ফাল্গুন ১৩১৬ বঙ্গাব্দ]

  73. মাঝে মাঝে তব দেখা পাই। [পূজা-৩৯৪, পূজা ও প্রার্থনা-৬৮] [তথ্য] [(শ্বিন ১৩১১]

  74. মোরে বারে বারে ফিরালে [পূজা-৪৩০] [তথ্] [শ্রাবণ ১৩১৪ বঙ্গাব্দ]

  75. যদি তোমার দেখা না পাই, প্রভু [পূজা-১৩৯] [তথ্য] [চৈত্র ১৩১৬ বঙ্গাব্দ]

  76. যা হারিয়ে যায় তা আগলে ব’সে রইব কত আর [পূজা-২৩৯] [তথ্য] [চৈত্র ১৩১৬ বঙ্গাব্দ]
  77. যারা কাছে আছে তারা কাছে থাক্ [পূজা-৩৬৯] [তথ্য] [মাঘ ১৩১৪ বঙ্গাব্দ]
  78. শক্তিরূপ হেরো তাঁর [পূজা-৪৫৬] [তথ্য] [চৈত্র ১৩১১ বঙ্গাব্দ]

  79. শান্ত হ রে মম চিত্ত নিরাকুল [পূজা-২৬৩] [তথ্য] [শ্রাবণ ১৩০৯ বঙ্গাব্দ]

  80. শান্তি করো বরিষন নীরব ধারে [পূজা-৪১০] [তথ্য] [বৈশাখ ১৩১০ বঙ্গাব্দ]

  81. সংসারে কোনো ভয় নাহি নাহি [পূজা-৪৫৫] [তথ্য] [পৌষ ১৩১৪ বঙ্গাব্দ]

  82. সংসারে তুমি রাখিলে মোরে যে ঘরে [পূজা-১০৭] [তথ্য] [চৈত্র ১৩০৯ বঙ্গাব্দ]

  83. হৃদয়শশী হৃদিগগনে  উদিল মঙ্গললগনে [পূজা-৫২৩] [তথ্য] [ফাল্গুন ১৩১৬ বঙ্গাব্দ]

  84. হে সখা, মম হৃদয়ে রহো [পূজা-৪১১] [তথ্য] [চৈত্র ১৩০৮ বঙ্গাব্দ]