সুপ্রভাত

এটি একটি মাসিক সাহিত্য পত্রিকা। ১৩১৪ বঙ্গাব্দে এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল। এর সম্পাদিকা ছিলেন- কুমুদিনী মিত্র।   এই পত্রিকায় প্রকাশিত রবী্রনাথের পূজা পর্যায়ের গানগুলির একটি তালিকা দেওয়া হলো  

 ১. এবার নীরব করে দাও হে [পূজা-২৫৪] [তথ্য] [বৈশাখ ১৩১৭ বঙ্গাব্দ] [নমুনা]
২. কত অজানারে জানাইলে তুমি [পূজা-৩৬৬] [তথ্য]
[শ্রাবণ ১৩১৫ বঙ্গাব্দ]

৩. কোথায় আলো, কোথায় ওরে আলো [পূজা-১২৯] [তথ্য] [শ্রাবণ ১৩১৬ বঙ্গাব্দ]  [নমুনা: বাণী, স্বরলিপি]

৪. জানি জানি কোন্ আদি কাল হতে [পূজা-২৯৭] [তথ্য] [কার্তিক ১৩১৬ বঙ্গাব্দ)]  [নমুনা]

৫. পারবি না কি যোগ দিতে এই ছন্দে রে [পূজা-৩১৫] [তথ্য] [আশ্বিন ১৩১৬ বঙ্গাব্দ]