৩১ বৎসর অতিক্রান্ত বয়স
২৫ বৈশাখ ১২৯৯ বঙ্গাব্দ থেকে ২৪ বৈশাখ ১৩০০ বঙ্গাব্দ পর্যন্ত (৭ মে ১৮৯২- ৬ মে ১৮৯৩ খ্রিষ্টাব্দ)
১২৯৯ বঙ্গাব্দের ১৬ জ্যৈষ্ঠ [২৮ মে ১৮৯২ খ্রিষ্টাব্দ] তারিখে বোলপুরে রবীন্দ্রনাথ
একটি গান রচনা করেন। এই গানটি হলো
তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৩১ বৎসর ১ মাস।
জ্যৈষ্ঠ মাসের মাঝামঝি সময়ে রবীন্দ্রনাথ
কলকাতা হয়ে শিলাইদহে আসেন। শিলাইদহ থেকে তিনি সাজাদপুরের উদ্দেশ্যে রওনা দেন
[সম্ভবত ৭ আষাঢ়, সোমবার, ২০ জুন ১৮৯২ খ্রিষ্টাব্দ]। ১৯ শে আষাঢ় সাজাদপুরে রচনা করেন
একটি গান। গানটি হলো-
খাঁচার পাখি
ছিল সোনার খাঁচাটিতে।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৩১ বৎসর ১ মাস।
সাধনা পত্রিকার ভাদ্র-আশ্বিন ১২৯৯ সংখ্যায় প্রকাশিত হয়েছিল দুটি গান। এর ভিতরে একটি
গান ছিল নতুন। নতুন গানটি হলো-
কেন নয়ন আপনি
ভেসে যায়।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৩১ বৎসর ৪-৫ মাস।
১২৯৯ বঙ্গাব্দের ৩১ ভাদ্র
[১৫ সেপ্টেম্বর ১৮৯২ খ্রিষ্টাব্দ] রবীন্দ্রনাথের গোড়ায় গলদ নাটকটি
প্রকাশিত হয়। এই নাটকে একটি গান পাওয়া যায়। এই গানটির রচনাকাল পাওয়া যায় না। ধারণা
করা হয়, এই নাটক উপলক্ষে রবীন্দ্রনাথ এই গানটি রচনা করেছিলেন। গানটি হলো
ওগো, তোমরা
সবাই ভালো।
গোড়ায় গলদ প্রকাশের সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৩১ বৎসর
৫ মাস।
১২৯৯ বঙ্গাব্দের আশ্বিন মাসে রবীন্দ্রনাথ দুটি গান রচনা করেছিলেন। গান দুটি হল—
[স্থান
বির্জিতলাও] আমার পরাণ লয়ে কি খেলা খেলিবে।
[স্থান ৫০,
পার্কস্ট্রিট] ক্ষ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৩১ বৎসর
৫ মাস।
শারদীয়া দেশ ১৩৭৮ এর উদ্ধৃতি দিয়ে
প্রভাতকুমার মুখোপাধ্যায় তাঁর গীতবিতান কালানুক্রমিক সূচী গ্রন্থে একটি
গানের রচনাকাল উল্লেখ করেছেন- '১২৯৯ কার্তিক ১৫ হইতে অগ্রহায়ণ ১৫ তারিখের মধ্যে
কোনো-এক সময়ে রচিত। এই গানটি হলো—
আমার মন মানে
না।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৩১ বৎসর ৫-৬ মাস।
১২৯৯ বঙ্গাব্দের ১১ মাঘ [সোমবার ২৩ জানুয়ারি ১৮৯৩ খ্রিষ্টাব্দ] মহর্ষিভবনে
ত্রিষষ্টিতম ব্রাহ্মসমাজ অনুষ্ঠিত হয়। রবীন্দ্রনাথ এই অনুষ্ঠানের জন্য মোট ৬টি গান
রচনা করেন। এই গানগুলো হলো—
জয় রাজরাজেশ্বর |
১৩০০ বঙ্গাব্দের ৮ বৈশাখ [বৃহস্পতিবার ২০ এপ্রিল ১৮৯৩ খ্রিষ্টাব্দে] তারিখে প্রকাশিত হয় গানের বহি ও বাল্মীকি প্রতিভা' নামক গ্রন্থ। এই গ্রন্থে পুরাতন গানের সাথে কিছু নতুন স্থান পেয়েছিল। এই গানগুলোর রচনাকাল সম্পর্কে কিছু জানা যায় না। এই গ্রন্থটি প্রকাশের সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৩১ বৎসর ১২ মাস। নিচে এই নতুন গানগুলোর তালিকা দেওয়া হলো।
মনে যে আশা লয়ে এসেছি
হল না
ওগো, তোরা কে যাবি পারে
তবে শেষ করে দাও শেষ গান
যাহা পাও তাই লও
সখী, আমারি দুয়ারে কেন আসিল
এখনো তারে চোখে দেখিনি
গহন ঘন পিয়াল-তমাল-সহকারে ছায়ে
সাজাব তোমারে হে
মন জানে মনোমোহন আইল
হিয়া কাঁপিছে সুখে কি দুখে
ঘোরা রজনী এ মোহনঘটা
কেমন ফিরিয়া যাও না দেখি
জাগিতে হবে রে
সুমধুর শুনি আজি
ফিরায়ো না মুখখানি
জাগ্রত বিশ্বকোলাহল-মাঝে