বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আলোকের
পথে, প্রভু, দাও দ্বার খুলে
পাঠ ও পাঠভেদ:
আলোকের পথে, প্রভু, দাও দ্বার খুলে-
আলোক-পিয়াসী যারা আছে আঁখি তুলে,
প্রদোষের ছায়াতলে হারায়েছে দিশা।
নিখিল ভুবনে তব যারা আত্মহারা
আঁধারের আবরণে খোঁজে ধ্রুবতারা,
তাহাদের দৃষ্টি আনো রূপের জগতে-
আলোকের পথে॥
পাণ্ডুলিপির পাঠ:
BMS.021
Ms. 183
Ms. 199
পাঠভেদ:
ভাবসন্ধান: যুক্ত হবে।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
পাণ্ডুলিপিতে গানটির রচনাকাল ও তারিখ আছে- জোড়াসাঁকো/ ২।১১।৪০। এই সূত্র
অনুসারে বলা যায় গানটি রবীন্দ্রনাথ ১৯৪০ খ্রিষ্টাব্দের ২ রা ডিসেম্বর (১৩
অগ্রহায়ণ ১৩৪৭ বঙ্গাব্দ) রচনা করেছিলেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল৭৯
বৎসর ৭ মাস।
উল্লেখ্য, পাণ্ডুলিপিতে (BMS.021)
গানটির নিচে লেখা আছে 'অন্ধদের দুঃখলাঘব শিবির প্রতিষ্ঠা উপলক্ষ্য'।
প্রবাসী পত্রিকার অগ্রহায়ণ ১৩৪৭ সংখ্যায় এই গানটি প্রকাশিত হয়েছিল এই
বিষয়ে, একটি সূত্র পাণ্ডুলিপিতে পাওয়া যায়- এরপর পাণ্ডুলিপিতে যায় এই ভাবে-
'দ্রঃ প্রবাসী, অগ্রহায়ণ ১৩৪৭। পৃ: ২৭০।
উল্লেখ্য প্রবাসীর অগ্রহায়ণ ১৩৪৭ সংখ্যায় 'অন্ধদের দুঃখলাঘব প্রতিষ্ঠা
উপলক্ষ্যে রবীন্দ্রনাথের প্রার্থনা' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল।
এই সংবাদের সাথে এই গানটি প্রকাশিত হয়েছিল।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। আনুষ্ঠানিক সংগীত পর্যায়ের ১৫ সংখ্যক গান।
পত্রিকা:
প্রবাসী (অগ্রহায়ণ, ১৩৪৭)। ২৭০ পৃষ্ঠা। 'অন্ধদের দুঃখলাঘব প্রতিষ্ঠা উপলক্ষ্যে রবীন্দ্রনাথের প্রার্থনা' শিরোনামে প্রকাশিত সংবাদের শেষে মুদ্রিত। [নমুনা]
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: স্বরলিপি নাই।