বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
বিশ্ববিদ্যাতীর্থপ্রাঙ্গণ কর’ মহোজ্জ্বল আজ হে।
বরপুত্রসংঘ বিরাজ’ হে।
ঘন তিমিররাত্রির চিরপ্রতীক্ষা পূর্ণ কর’, লহ জ্যোতিদীক্ষা।
যাত্রীদল সব সাজ’ হে,। দিব্যবীণা বাজ’ হে।
এস’ কর্মী, এস’ জ্ঞানী, এস’ জনকল্যাণধ্যানী,
এস’ তাপসরাজ হে।
এস’ হে ধীশক্তিসম্পদ মুক্তবন্ধ সমাজ হে॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি MS. NO 021: ৪৫ পৃষ্ঠায় এই গানটি পাওয়া যায়। [পাণ্ডুলিপি]
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: