বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
নবজীবনের যাত্রাপথে দাও দাও এই বর
পাঠ ও পাঠভেদ:
নবজীবনের যাত্রাপথে দাও দাও এই বর
হে হৃদয়েশ্বর-
প্রেমের বিত্ত পূর্ণ করিয়া দিক চিত্ত;
যেন এ সংসারমাঝে তব দক্ষিণমুখ রাজে;
সুখরূপে পাই তব ভিক্ষা, দুখরূপে পাই তব দীক্ষা;
মন হোক ক্ষুদ্রতামুক্ত, নিখিলের সাথে হোক যুক্ত,
শুভকর্মে যেন নাহি মানে ক্লান্তি,
শান্তি শান্তি শান্তি॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি MS. NO 021:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতবিতানের 'আনুষ্ঠানিক সংগীত' পর্যায়ের নবম গান।
স্বরবিতান পঞ্চপঞ্চাশত্তম (৫৫) খণ্ডের ১০ সংখ্যক গান। পৃষ্ঠা : ৩৩-৩৪।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
সুর ও তাল:
রাগ: ইমন-ভূপালী। তাল: কাহারবা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৬১