সবারে করি আহবান—
এসো উৎসুকচিত্ত, এসো আনন্দিত প্রাণ॥
হৃদয় দেহো পাতি, হেথাকার দিবা রাতি
করুক নবজীবনদান॥
আকাশে আকাশে বনে বনে তোমাদের মনে মনে
বিছায়ে বিছায়ে দিবে গান।
সুন্দরের পাদপীঠতলে যেখানে কল্যাণদীপ জ্বলে
সেথা পাবে স্থান।
পাণ্ডুলিপির পাঠ: RBVBMS 159 [নমুনা]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, কার্তিক ১৪১২), পর্যায়: আনুষ্ঠানিক ১০, পৃষ্ঠা: । [নমুনা]
স্বরবিতান পঞ্চপঞ্চাশত্তম (৫৫) খণ্ডের (বিশ্বভারতী, চৈত্র ১৪১৩) ২০ সংখ্যক গান। পৃষ্ঠা : ৫৮-৬১।
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম:
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি: [স্বরলিপি]
স্বরলিপিকার:
অনাদিকুমার দস্তিদার। (প্রথম স্বরলিপি)
শৈলজারঞ্জন মজুমদার। (দ্বিতীয় স্বরলিপি)
সুর ও তাল:
স্বরবিতান পঞ্চপঞ্চাশত্তম (৫৫) খণ্ডে (বিশ্বভারতী, চৈত্র ১৪১৩) গৃহীত গানটির দুইটি স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই।
প্রথম স্বরলিপিটি ২/২ ছন্দে নিবদ্ধ।
দ্বিতীয় স্বরলিপিটি ৪/৪ ছন্দে কাহারবা তালে নিবদ্ধ।
রাগ : সুরান্তর: পিলু-রামকেলি। তাল : কাহারবা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৮১।
রাগ: কাফি ভীমপলশ্রী সুরান্তর= মুলতান, ভীমপলশ্রী। তাল: কাহারবা (২/২) কাহারবা (৪/৪)। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৪০।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: সা।
লয়: