বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আমরা নূতন যৌবনেরই দূত
পাঠ ও পাঠভেদ:
আমরা নূতন যৌবনেরই দূত,
আমরা চঞ্চল, আমরা অদ্ভুত।
আমরা বেড়া ভাঙি,
আমরা অশোকবনের রাঙা নেশায় রাঙি,
ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে দিই, - আমরা বিদ্যুৎ।
আমরা করি ভুল।
অগাধ জলে ঝাঁপ দিয়ে যুঝিয়ে পাই কূল।
যেখানে ডাক পড়ে জীবন-মরণ-ঝড়ে আমরা প্রস্তুত॥
পাঠভেদ:
গীতবিতান
দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। বিচিত্র পর্যায়ের ১০০ সংখ্যক গান।
প্রথম সংস্করণ: (মাঘ ১৩৪০)। দ্বিতীয় দৃশ্য, রাজপুত্রের গান। রবীন্দ্ররচনাবলী ২৩ খণ্ড। পৃষ্ঠা: ১৭৩।
তাসের দেশ, দ্বিতীয় সংস্করণ (১৩৪৫ খ্রিষ্টাব্দ), প্রথম দৃশ্য, রাজপুত্রের গান।
[শান্তিদেব ঘোষ-কৃত স্বরলিপির তালিকা]
সুর ও তাল:
স্বরবিতান দ্বাদশ (১২, তাসের দেশ) এ গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ২।৪ ছন্দে 'ষষ্ঠী' তালে নিবদ্ধ।
রাগ: খাম্বাজ। তাল: ষষ্ঠী [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ২৮]
রাগ: খাম্বাজ। তাল: ষষ্ঠী। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫৪।]
গ্রহস্বর-গা।
লয়-দ্রুত।