হায় হায় রে, হায় পরবাসী,
হায় গৃহছাড়া উদাসী॥
অন্ধ অদৃষ্টের আহবানে
কোথা অজানা অকূলে চলেছিস ভাসি॥
শুনিতে কি পাস দূর আকাশে কোন্ বাতাসে
সর্বনাশার বাঁশি—
ওরে, নির্মম ব্যাধ যে গাঁথে মরণের ফাঁসি।
রঙিন মেঘের তলে গোপন অশ্রুজলে
বিধাতার দারুণ বিদ্রপবজ্রে
সঞ্চিত নীরব অট্টহাসি॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ: গীতবিতানের ৭৪৪ পৃষ্ঠায় গানটির ভিন্নরূপ পাওয়া যায়; এক্ষেত্রে বাণী অভিন্ন হলেও কেবল যতি ও বিরাম চিহ্ণে কিছু পার্থক্য রয়েছে।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)।
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)
পর্যায়: বিচিত্র ১০২, পৃষ্ঠা: । [নমুনা]
শ্যামা। তৃতীয় দৃশ্য। বজ্রসেনের গান, পৃষ্ঠা: । [নমুনা]
শ্যামা নৃত্যনাট্য (১৩৪৬)। তৃতীয় দৃশ্য। বজ্রসেনের গান।
শ্যামা
(বিশ্বভারতী ১৩৯৫)।
বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলী (পঞ্চবিংশ খণ্ড, পৃষ্ঠা: ১৯৮)
স্বরবিতান ঊনবিংশ (নৃত্যনাট্য শ্যামা, ১৯) খণ্ডের (বিশ্বভারতী শ্রাবণ ১৪১৬)। বাণী অংশ : পৃষ্ঠা ১৯। স্বরলিপি অংশ: পৃষ্ঠা ৭২-৭৩।
পত্রিকা:
সঙ্গীত বিজ্ঞান-প্রবেশিকা, নৃত্যনাট্য পরিশোধ (১৩৪৩-১৩৪৪ বঙ্গাব্দ)। শান্তিদেব ঘোষ -কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম:
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি: [স্বরলিপি]
স্বরলিপিকার:
শান্তিদেব ঘোষ [সঙ্গীত বিজ্ঞান-প্রবেশিকা, নৃত্যনাট্য পরিশোধ (১৩৪৩-১৩৪৪ বঙ্গাব্দ)]।
সুশীলকুমার ভঞ্জ চৌধুরী [স্বরবিতান ঊনবিংশ (নৃত্যনাট্য শ্যামা, ১৯) (বিশ্বভারতী শ্রাবণ ১৪১৬)]।
সুর ও তাল:
স্বরবিতান ঊনবিংশ (নৃত্যনাট্য শ্যামা, ১৯) খণ্ডে (বিশ্বভারতী শ্রাবণ ১৪১৬) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৪।৪ মাত্রা ছন্দে কাহারবা তালে নিবদ্ধ।
রাগ : পিলু-ভীমপলশ্রী। তাল : কাহারবা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৮৪।
রাগ: কাফি। তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৪৫।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: সা।
লয়: মধ্য।