সুন্দরের বন্ধন নিষ্ঠুরের হাতে ঘুচাবে কে।
নিঃসহায়ের অশ্রুবারি পীড়িতের চক্ষে মুছাবে কে,
আর্তের ক্রন্দনে হেরো ব্যথিত বসুন্ধরা,
অন্যায়ের আক্রমণে বিষবাণে জর্জরা—
প্রবলের উত্পীড়নে
কে বাঁচাবে দুর্বলেরে।
অপমানিতেরে কার দয়া বক্ষে লবে ডেকে॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
স্বরবিতান ৬৫ (পরিশোধ নাট্যগীতি) খণ্ডের পাঠভেদ (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ) অংশে এই গানটির প্রবাসীতে প্রকাশিত পাঠ এবং শ্যামা নাটকের বাণী অংশের পাঠভেদ দেখানো হয়েছে।
গীতবিতানের ৭৩৮ এবং ৯৩৬-৯৩৭
পৃষ্ঠায় গানটির ভিন্নরূপ পাওয়া যায়; এক্ষেত্রে
বাণী অভিন্ন হলেও কেবল
যতি ও বিরাম চিহ্ণে কিছু পার্থক্য রয়েছে।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৯ ভাদ্র ১৩২১ বঙ্গাব্দ (৫ সেপ্টেম্বর ১৯১৪) সুরুল।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)।
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)
শ্যামা নৃত্যনাট্য (১৩৪৬)। দ্বিতীয় দৃশ্য। সখীর গান।
শ্যামা
(বিশ্বভারতী ১৩৯৫)।
রবীন্দ্ররচনাবলী (পঞ্চবিংশ খণ্ড, পৃষ্ঠা: ১৯২)
পরিশোধ
দ্বিতীয় দৃশ্য, কারাঘর, সহচরীর গান। [
রবীন্দ্ররচনাবলী পঞ্চবিংশ খণ্ড, বিশ্বভারতী, মাঘ ১৩৯৫ বঙ্গাব্দ, পৃষ্ঠা ২১২
স্বরবিতান ঊনবিংশ (নৃত্যনাট্য শ্যামা, ১৯) খণ্ডের (বিশ্বভারতী শ্রাবণ ১৪১৬)। বাণী অংশ : পৃষ্ঠা ১২-১৩। স্বরলিপি অংশ: পৃষ্ঠা ৪৮-৪৯।
স্বরবিতান ৬৫ (পরিশোধ নাট্যগীতি) খণ্ডের (বিশ্বভারতী আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ) বাণী অংশ : ১০-১১। স্বরলিপি অংশ: ২৮-৩০।
পত্রিকা:
সঙ্গীত বিজ্ঞান-প্রবেশিকা, নৃত্যনাট্য পরিশোধ (১৩৪৩-১৩৪৪ বঙ্গাব্দ)। শান্তিদেব ঘোষ -কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম: গানটি
রবীন্দ্রনাথের ৫৩ বৎসর ১১ মাস বয়সে প্রথম প্রকাশিত হয়েছিল।
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি: [স্বরলিপি]
স্বরলিপিকার:
শান্তিদেব ঘোষ [সঙ্গীত বিজ্ঞান-প্রবেশিকা, নৃত্যনাট্য পরিশোধ (১৩৪৩-১৩৪৪ বঙ্গাব্দ)]।
সুশীলকুমার ভঞ্জ চৌধুরী [স্বরবিতান ঊনবিংশ (নৃত্যনাট্য শ্যামা, ১৯) (বিশ্বভারতী শ্রাবণ ১৪১৬)]।
সুর ও তাল:
স্বরবিতান ৬৫ (পরিশোধ নাট্যগীতি) খণ্ডের (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ) স্বরলিপির শিরোদেশে উল্লেখ করা আছে যে এটি বিলম্বিত লয়ে গেয়।
স্বরবিতান ঊনবিংশ (নৃত্যনাট্য শ্যামা, ১৯) (বিশ্বভারতী শ্রাবণ ১৪১৬) এবং স্বরবিতান ৬৫ (পরিশোধ নাট্যগীতি) (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ) খণ্ডে গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উভয় খণ্ডে স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে দাদরা তালে নিবদ্ধ।
রাগ : মিশ্র কেদারা। তাল : দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৮২।
রাগ: কেদারা। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৪২।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: র্সা।
লয়: মধ্য।