বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
আকাশে তোর
তেমনি আছে ছুটি
পাঠ ও পাঠভেদ:
আকাশে তোর তেমনি আছে ছুটি,
অলস যেন না রয় ডানা দুটি॥
ওরে পাখি, ঘন বনের তলে
বাসা তোরে ভুলিয়ে রাখে ছলে,
রাত্রি তোরে মিথ্যে করে বলে—
শিথিল কভু হবে না তার মুঠি॥
জানিস নে কি কিসের আশা চেয়ে
ঘুমের ঘোরে উঠিস গেয়ে গেয়ে।
জানিস নে কি ভোরের আধার-মাঝে
আলোর আশা গভীর সুরে বাঁধে,
আলোর আশা গোপন রহে না যে—
রুদ্ধ কুঁড়ির বাঁধন ফেলে টুটি॥
পাণ্ডুলিপির পাঠ:
Ms. 027
Ms. 028
RBVBMS 287 [দিনেন্দ্রনাথ-কৃত স্বরলিপি-র পাণ্ডুলিপি] স্বরলিপিটি শুরু হয়েছে 'ও তোরা ডানা দুটি' দিয়ে। [নমুনা প্রথমাংশ, দ্বিতীয়াংশ, শেষাংশ]
Ms. 434
Ms. 437
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৯)
দ্বিতীয় খণ্ড দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। বিচিত্র পর্যায়ের ১০৪ সংখ্যক গান।
স্বরবিতান ত্রয়োদশ (১৩) খণ্ডের ষষ্ঠ গান। পৃষ্ঠা : ১৫-১৮।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপি:
স্বরলিপিকার:
সুর ও তাল:
রাগ: মিশ্র রামকেলী। তাল : দাদরা/খেমটা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৪]।