বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
রয় যে কাঙাল
শূন্য হাতে,
দিনের শেষে
পাঠ ও পাঠভেদ:
রয় যে কাঙাল শূন্য হাতে, দিনের শেষে
দেয় সে দেখা নিশীথরাতে স্বপনবেশে॥
আলোয় যারে মলিনমুখে মৌন দেখি
আঁধার হলে আঁখিতে তার দীপ্তি একি—
বরণমালা কে যে দোলায় তাহার কেশে॥
দিনের বীণায় যে ক্ষীণ তারে ছিল হেলা
ঝঙ্কারিয়া ওঠে যে তাই রাতের বেলা।
তন্দ্রাহারা অন্ধকারের বিপুল গানে
মন্দ্রি ওঠে সারা আকাশ কী আহবানে—
তারার আলোয় কে চেয়ে রয় নির্নিমেষে॥
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান: ১৩৩৩ বঙ্গাব্দের ভাদ্র মাসের ২৪ তারিখে হাম্বুর্গে অবস্থানকালে এই গানটি রচনা করেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৬৫ বৎসর ৫ মাস।
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ
ঠাকুর
[দিনেন্দ্রনাথ
ঠাকুরকৃত স্বরলিপির তালিকা]
সুর ও তাল:
স্বরবিতান পঞ্চম (৫) খণ্ডে (বিশ্বভারতী, ভাদ্র ১৪১৪) গৃহীত স্বরলিপিতে গানটির রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৪/৪ মাত্রা ছন্দের 'কাহারবা' তালে নিবদ্ধ।
রাগ: ছায়ানট। তাল: কাহারবা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৭৭।
রাগ: ছায়ানট, কেদারা। তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৩৩।
গ্রহস্বর: রা।
লয়: মধ্য।