বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
জীবন
আমার চলছে যেমন তেমনি ভাবে
পাঠ ও পাঠভেদ:
জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে
সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে চলে যাবে॥
চলার পথে দিনে রাতে দেখা হবে সবার সাথে—
তাদের আমি চাব, তারা আমায় চাবে॥
জীবন আমার পলে পলে এমনি ভাবে
দুঃখসুখের রঙে রঙে রাঙিয়ে যাবে॥
রঙের খেলার সে সভাতে খেলে যে জন সবার সাথে
তারে আমি চাব, সেও আমায় চাবে॥
পাণ্ডুলিপির পাঠ: RBVBMS 229 [নমুনা]
রবীন্দ্রনাথের ৫২ বৎসর ১১ মাস বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতবিতানের বিচিত্র পর্যায়ে ৪৩ সংখ্যক গান।
গীতলেখা ১ (১৩২৪ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
গীতিমাল্য (১৩২১ বঙ্গাব্দ)। ৭৫ সংখ্যক গান। রবীন্দ্ররচনাবলী একাদশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ১৮৯।
স্বরবিতান ঊনচত্বারিংশ (৩৯) খণ্ডের ১৪ সংখ্যক গান। পৃষ্ঠা : ৪০-৪১।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপি:
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর। [গীতলেখা প্রথম খণ্ড থেকে গৃহীত]
সুর ও তাল:
স্বরবিতান-৩৯- এ গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিতে ছন্দোবিভাজন দেখানো হয়েছে, ৩।৩ ছন্দ ; তালটি 'দাদরা' হিসাবে গণ্য করা যেতে পারে।
রাগ: ইমন। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৫২]।
গ্রহস্বর-না। লয়- মধ্য।