বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা: 
শিরোনাম: 
      আমি 
      যে সব নিতে চাই
পাঠ ও পাঠভেদ:
আমি যে সব নিতে চাই, সব নিতে ধাই রে।
আমি আপনাকে, ভাই, মেলব যে বাইরে॥
পালে আমার লাগলো হাওয়া, হবে আমার সাগর-যাওয়া,
ঘাটে তরী নাই বাঁধা নাই রে॥
সুখে দুঃখে বুকের মাঝে পথের বাঁশি কেবল বাজে,
সকল কাজে শুনি যে তাই রে।
পাগ্লামি আজ লাগল পাখায়, পাখি কি আর থাকবে শাখায়।
দিকে দিকে সাড়া যে পাই রে॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
ভাবসন্ধান: যুক্ত হবে।
তথ্যানুসন্ধান
		ক. রচনাকাল ও স্থান:
		১৩১৮ 
বঙ্গাব্দের ১৫ আষাঢ় তারিখে রবীন্দ্রনাথের অচলয়াতন পুস্তকাকরে প্রকাশিত হয়। এই 
গ্রন্থের পাণ্ডুলিপি [Ms.125] 
অনুসারে জানা যায়, এই গ্রন্থের রচনার 
শেষ তারিখ পাওয়া যায় ১৫ আষাঢ়/১৩১৮/শিলাইদহ। পৃথকভাবে কোনো গানের রচনাকাল জানা যায় 
না। প্রভাতকুমার মুখোপাধ্যায় তাঁর 
গীতবিতান কালানুক্রমিক সূচী
 (২৫ বৈশাখ ১৩৯৯) 
গ্রন্থে অচলায়তন-এর 
গানগুলোর রচনাকাল হিসাবে লিখেছেন— 
' ১৩১৮ সালের ১ আষাঢ় হইতে ১৫ আষাঢ়ের মধ্যে গানগুলি শিলাইদহে রচিত বলিয়া অনুমান। এই 
বিচারে ধারণা করা হয়, এই গানটি 
রবীন্দ্রনাথের ৫০ বৎসর ১-২ মাস বয়সের রচনা।
		
		
গানটি
অচলায়তন -নাটকের 
জন্য রচিত হয়েছিল। পরবর্তী সময়ে 
অচলায়তন -এর সংক্ষিপ্ত সংস্করণ গুরু  প্রকাশিত হয়েছিল ১৩২৪ 
বঙ্গাব্দে। অচলায়তনের অধিকাংশ গানই এই নাটকে বাদ দেওয়া হয়েছিল। এর ভিতরে এই গানটিও 
বাদ দেওয়া ছিল।
 
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
অচলায়তন (১৫ আষাঢ় ১৩১৮ বঙ্গাব্দ)। ষষ্ঠ দৃশ্য। পঞ্চকের গান।
গান (১৯১৪ খ্রিষ্টাব্দ)।
অখণ্ড সংস্করণ,তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। বিচিত্র পর্যায়ের ৪৫ সংখ্যক গান।
স্বরবিতান দ্বিপঞ্চাশত্তম (৫২) খণ্ডের (মুদ্রণ পৌষ ১৪১২) ১৭ সংখ্যক গান। পৃষ্ঠা ৪১-৪৩।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার।
সুর ও তাল:
স্বরবিতান দ্বিপঞ্চাশত্তম (৫২) খণ্ডের (মুদ্রণ পৌষ ১৪১২) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে 'দাদরা' তালে নিবদ্ধ।
রাগ : পিলু। তাল: দাদরা [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৩৩]
রাগ: সিন্ধু। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৬২]
গ্রহস্বর-র্সা।
লয়-দ্রুত।