হারে রে রে রে রে, আমায় ছেড়ে দে রে, দে রে—
যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে॥
ঘনশ্রাবণধারা যেমন বাঁধনহারা,
বাদল-বাতাস যেমন ডাকত আকাশ লুটে ফেরে॥
হারে রে রে রে রে, আমায় রাখবে ধ’রে কে রে—
দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে,
বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে,
অট্টহাস্যে সকল বিঘ্ন-বাধার বক্ষ চেরে॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গান ১৯১৪।
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, কার্তিক ১৪১২), পর্যায়: বিচিত্র ৪৮, পৃষ্ঠা: । [নমুনা]
(১৩১৮ বঙ্গাব্দ) পঞ্চকের গান ।
রবীন্দ্ররচনাবলী একাদশ খণ্ড (বিশ্বভারতী, )। পৃষ্ঠা: ]
তাসের দেশ (বিশ্বভারতী, ভাদ্র ১৩৪০)।
স্বরবিতান একাদশ (১১, কেতকী) খণ্ড (বিশ্বভারতী, আশ্বিন ১৪১৬), গান সংখ্যা: ২১, পৃষ্ঠা ৬৫-৬৬।
পত্রিকা:
প্রবাসী (আশ্বিন ১৩১৮ বঙ্গাব্দ)।
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম:
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি: [স্বরলিপি]
স্বরলিপিকার:
সুর ও তাল:
স্বরবিতান পঞ্চাশত্তম খণ্ডে (বিশ্বভারতী, চৈত্র ১৪১৩) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩।৩।৩ মাত্রা ছন্দে 'একতাল' তালে নিবদ্ধ।
রাগ : ইমন-ভূপালী। তাল : একতাল। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৮৩।
রাগ: ইমন-ভূপালী। তাল : একতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৪৪।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: র্গা।
লয়: