বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
যুদ্ধ
যখন বাধিল অচলে চঞ্চলে
পাঠ ও পাঠভেদ:
যুদ্ধ যখন বাধিল অচলে চঞ্চলে
ঝঙ্কারধ্বনি রণিল কঠিন শৃঙ্খলে,
বন্ধমোচন ছন্দে তখন নেমে এলে নির্ঝরিণী―
তোমারে চিনি, তোমারে চিনি॥
সিন্ধুমিলনসঙ্গীতে
মাতিয়া উঠেছ পাষাণশাসন লঙ্ঘিতে
অধীর ছন্দে ওগো মহাবিদ্রোহিণী―
তোমারে চিনি, তোমারে চিনি॥
হে নিঃশঙ্কিতা,
আত্ন-হারানো রুদ্রতালের নূপুরঝঙ্কৃতা,
মৃত্যুতোরণতরণ-চরণ-চারিণী
চিরদিন অভিসারিণী,
তোমারে চিনি॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৩৪৫ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে এই গানটি রচিত হয়। এর ভিত্তিতে ধারণা করা যায় গানটি রবীন্দ্রনাথের ৭৭ বৎসর ৭ মাস বয়সের রচনা। [সূত্র : গীতবিতান কালানুক্রমিক সূচী। প্রভাতকুমার মুখোপাধ্যায়]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, ১৩৮০), পর্যায়: বিচিত্র -৫১। পৃষ্ঠা: । [নমুনা: ]
দ্বিতীয় খণ্ড, সংস্করণ (বিশ্বভারতী, ), পর্যায়: বিচিত্র -১৩৭। পৃষ্ঠা: । [নমুনা: ]
রেকর্ডসূত্র: নাই।
প্রকাশের কালানুক্রম:
স্বরলিপিকার:
সুর ও তাল:
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর:
লয়: