বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা: 
শিরোনাম: 
		গগনে গগনে যায় হাঁকি
পাঠ ও পাঠভেদ:
		                               
		গগনে গগনে যায় হাঁকি
                                      
		বিদ্যুৎবাণী বজ্রবাহিনী বৈশাখী,
                          
		স্পর্ধাবেগের ছন্দ জাগায়
                                       
		বনস্পতির শাখাতে।
                          
		শূন্যমদের নেশায় মাতাল ধায় পাখি,
                                      
		অলখ পথের ছন্দ উড়ায়
                                  মুক্ত বেগের পাখাতে।
                          
		অন্তরতল মন্থন করে ছন্দে
                                
		সাদার কালোর দ্বন্দ্বে,
                                       
		কভু ভালো কভু মন্দে,
                          
		কভু সোজা কভু বাঁকাতে।
                               
		ছন্দ নাচিল হোমবহ্নির তরঙ্গে,
                                     
		মুক্তিরণের যোদ্ধৃবীরের ভ্রূভঙ্গে,
                                           
		ছন্দ ছুটিল প্রলয়পথের
                                                
		রুদ্ররথের চাকাতে॥ 
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায় নাই।
		পাঠভেদ: 
		পাঠান্তর : 
		       
		অচিন পথের ছন্দ উড়ায়             
		: তাসের দেশ (রবীন্দ্ররচনাবলী ২৩, বিশ্বভারতী)
                    
		
		অলখ পথের ছন্দ উড়ায়             
		: স্বরবিতান ১২, গীতবিতান
		                     
নানা ভালো নানা মন্দে,
                     
নানা সোজা নানা বাঁকাতে।          
: তাসের 
দেশ (রবীন্দ্ররচনাবলী ২৩, বিশ্বভারতী)
                     
কভু ভালো কভু মন্দে,
                     
কভু সোজা কভু বাঁকাতে।          : 
স্বরবিতান ১২, গীতবিতান
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৩৪৫ বঙ্গাব্দ। রবীন্দ্রনাথের ৭৭ বৎসর বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতবিতানের বিচিত্র পর্যায়ের ৫২ সংখ্যক গান।
তাসের দেশ (মাঘ ১৩৪৫)। চতুর্থ দৃশ্য, রাজপুত্রের গান। রবীন্দ্ররচনাবলী ২৩ খণ্ড। পৃষ্ঠা : ১৮৯-৯০।
স্বরবিতান দ্বাদশ (১২, তাসের দেশ) খণ্ডের গান। বাণী অংশ : পৃষ্ঠা ৪০। স্বরলিপি অংশ : ৮৬-৮৯।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলি:
স্বরলিপিকার:শান্তিদেব ঘোষ।
রাগ ও তাল:
স্বরবিতান-১২'এ গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে দাদরা তালে নিবদ্ধ।
অঙ্গ: কীর্তন। তাল: দাদরা [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।] পৃষ্ঠা: ৪৮।
অঙ্গ: কীর্তন। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ৮৭।
গ্রহস্বর-না। লয়- দ্রুত।