বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
ভাঙা দেউলের দেবতা
পাঠ ও পাঠভেদ:
ভাঙো
বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও,
বাঁধ ভেঙে দাও।
বন্দী প্রাণমন হোক উধাও।
শুকনো গাঙে আসুক
জীবনের বন্যার উদ্দাম কৌতুক ;
ভাঙনের জয়গান গাও।
জীর্ণ পুরাতন যাক ভেসে যাক ,
যাক ভেসে যাক , যাক ভেসে যাক ।
আমরা শুনেছি ওই
‘মাভৈঃ মাভৈঃ মাভৈঃ'
কোন্ নূতনেরই ডাক ।
ভয় করি না অজানারে,
রুদ্ধ তাহারি দ্বারে
দুর্দাড় বেগে ধাও॥
পাণ্ডুলিপির পাঠ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
২৯ পৌষ ১৩৪৫
বঙ্গাব্দ।
[১৪ জানুয়ারি ১৩৩৯]
রবীন্দ্রনাথের
৭৭
বৎসর বয়সের
রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতবিতানের বিচিত্র পর্যায়ের ৫৩ সংখ্যক গান।
তাসের দেশ (মাঘ ১৩৪৫)। চতুর্থ দৃশ্য, সকলের গান । রবীন্দ্ররচনাবলী ২৩ খণ্ড। পৃষ্ঠা : ১৯৩।
স্বরবিতান দ্বাদশ (১২, তাসের দেশ) খণ্ডের গান। বাণী অংশ : পৃষ্ঠা ৪৩-৪৪। স্বরলিপি অংশ : ৯০-৯২।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ।
সুর ও তাল:
স্বরবিতান-১২'এ গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৪।৪ মাত্রা ছন্দে 'কাহারবা' তালে নিবদ্ধ।