বিষয়: রবীন্দ্রসঙ্গীত
গান সংখ্যা: 
শিরোনাম: 
      এমনি 
ক’রেই যায় যদি দিন যাক না।
পাঠ ও পাঠভেদ:
	- গীতবিতান অখণ্ড (বিশ্বভারতী, কার্তিক ১৪১২ )-এর পাঠ: বিচিত্র পর্যায়ের 
৫৯ সংখ্যক গান।
            
      এমনি ক’রেই যায় যদি দিন যাক না।
      
      মন 
      উড়েছে উড়ুক-না রে মেলে দিয়ে গানের পাখ্না॥
      
      আজকে 
      আমার প্রাণ ফোয়ারার সুর ছুটছে,
      
      দেহের 
      বাঁধ টুটেছে—
      
      মাথার 
      ’পরে খুলে গেছে আকাশের ওই সুনীল ঢাক্না॥
      
      ধরণী 
      আজ মেলেছে তার হৃদয়খানি,
      
      সে 
      যেন রে কাহার বাণী।
      
      কঠিন 
      মাটি মনকে আজি দেয় না বাধা।
      
      সে 
      কোন্ সুরে সাধা-
      
      বিশ্ব 
      বলে মনের কথা,
      
      
      কাজ 
      পড়ে আজ থাকে থাক্-না॥
	- পাণ্ডুলিপির 
	পাঠ: [পাণ্ডুলিপি: 
MS. NO 111: 
		পৃষ্ঠা: ৭৯]
- 
			পাঠভেদ: 
- তথ্যানুসন্ধান
	- ক. 
			রচনাকাল ও স্থান: 
MS. NO 111 
পাণ্ডুলিপিতে এই গানের তারিখ পাওয়া যায়, '৩১ চৈত্র'।  উল্লেখ্য 
১৩২২ বঙ্গাব্দের ২১শে চৈত্র থেকে ৩১শে চৈত্র পর্যন্ত 
	রবীন্দ্রনাথ শান্তনিকেতনে ছিলেন। এই 
সূত্রে বলা যায়, এই গানটি শান্তিনিকেতনে রচিত। এই সময় 
রবীন্দ্রনাথের 
বয়স ছিল 
৫৪ বৎসর ১২ মাস।
- খ. 
	প্রকাশ ও গ্রন্থভুক্তি:
		- গ্রন্থ:
		 
		- গীতবিতানের বিচিত্র 
		পর্যায়ের 
৫৯ সংখ্যক গান।
- 
		
		
		স্বরবিতান  ষোড়শ  
(১৬,
		গীতপঞ্চাশিকা।
		আশ্বিন 
১৪১৩) 
		খণ্ডের  পঞ্চম গান। পৃষ্ঠা: ২১-২৩।
 
 
- 
			
			গ.
	
	সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
		- 
		স্বরলিপি ও স্বরলিপিকার:
- সুর ও তাল:
		
		- 
স্বরবিতান  ষোড়শ 
(১৬, 
গীতপঞ্চাশিকা। 
আশ্বিন 
১৪১৩)
খণ্ডে 
গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত 
স্বরলিপিতে 
ছন্দোবিভাজন দেখানো হয়েছে, ৩।২।২ মাত্রা ছন্দে তেওরা 
তালে 
নিব্দ্ধ।
- 
			রাগ: ইমন- পূরবী। তাল: তেওরা [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা 
			। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৩৮]।
 
 
 
- 
		
		রাগ: 
		পূরবী।  তাল: তেওরা [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার 
			চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭১]
- 
            [স্বরলিপি]
 গ্রহস্বর: মগা