বিষয়: রবীন্দ্রসঙ্গীত
গান সংখ্যা: 
শিরোনাম: 
      
      ফুরালো ফুরালো এবার পরীক্ষার এই পালা
পাঠ ও পাঠভেদ:
	- গীতবিতান অখণ্ড (বিশ্বভারতী, কার্তিক ১৪১২ )-এর পাঠ:
      
      ফুরালো ফুরালো এবার    পরীক্ষার এই পালা—
      
      পার 
      হয়েছি আমি অগ্নিদহন-জ্বালা॥
      
      মা 
      গো মা,
      
      
      মা 
      গো মা,
      
      
      এবার 
      তুমি জাগো মা—
      
           
                   
		                  
		
		
      তোমার কোলে উজাড় করে দেব অপমানের ডালা॥    
      
      
      
      
                                     
		 
      
      তোমার শ্যামল আঁচলখানি   আমার অঙ্গে দাও,
      
      
      মা,
      
      
      আনি—
      
      আমার 
      বুকের থেকে লও খসিয়ে নিঠুর কাঁটার মালা॥
      
		- পাণ্ডুলিপির পাঠ:
- 
	
	পাঠভেদ: 
	 
- 
	
	তথ্যানুসন্ধান 
		- 
		
		ক. রচনাকাল ও স্থান:  
- খ. 
	প্রকাশ ও গ্রন্থভুক্তি:
			- গ্রন্থ:
- গ.
			
			সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
				- 
				স্বরলিপিকার:
				
				
				 সুশীলকুমার ভঞ্জ চৌধুরী।
- সুর ও তাল:
				
				
				
				- 
				
				রাগ: কালাংড়া/ভৈরবী । তাল: দাদরা
				
				
				
				
				[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, 
			ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৬৭ 
- রাগ: কাফি। 
		তাল: অর্ধ-ঝাঁপতাল।
				
				[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। 
		প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। 
		পৃষ্ঠা: ১১৫]