বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম: তোমাদের দান যশের ডালার সব-শেষ সঞ্চয় আমার
পাঠ ও পাঠভেদ:

তোমাদের দান যশের ডালার সব-শেষ সঞ্চয় আমার—

নিতে মনে লাগে ভয়

এই রূপলোকে কবে এসেছিনু রাতে,

গেঁথেছিনু মালা ঝ’রে-পড়া পারিজাতে,

আঁধারে অন্ধ— এ যে গাঁথা তারি হাতে—

কী দিল এ পরিচয়

এরে পরাবে ওক কলালক্ষ্মীর গলে

সাতনরী হারে যেথায় মানিক জ্বলে।

একদা কখন অমরার উৎসবে

ম্লান ফুলদল খসিয়া পড়িবে কবে,

এ আদর যদি লজ্জার পরাভবে

সে দিন মলিন হয়