বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
তুমি
কি কেবলই ছবি,
শুধু
পটে লিখা।
পাঠ
ও পাঠভেদ:
তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা।
ওই-যে সুদূর নীহারিকা
যারা করে আছে ভিড় আকাশের নীড়,
ওই যারা দিনরাত্রি
আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী গ্রহ তারা রবি,
তুমি কি তাদের মতো সত্য নও।
হায় ছবি, তুমি শুধু ছবি॥
নয়নসমুখে তুমি নাই,
নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই— আজি তাই
শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল।
আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল।
নাহি জানি, কেহ নাহি জানে—
তব সুর বাজে মোর গানে,
কবির অন্তরে তুমি কবি—
নও ছবি, নও ছবি, নও শুধু ছবি॥
পাণ্ডুলিপির পাঠ: [RBVBMS 131] [নমুনা]
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: [RBVBMS 131] পাণ্ডুলিপির শেষে এক গানটির প্রাথমিক রূপ পাওয়া যায়। গানটির শেষে কোন স্থান বা তারিখ লেখা নেই।
স্বরবিতান ত্রিংশ (৩০) খণ্ডের ৫০ সংখ্যক গান। পৃষ্ঠা ১৫৬-১৫৮।
স্বরলিপিকার:
সুর ও তাল:
রাগ: সাহানা। তাল: কাহারবা।[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা: ৯৭।