বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
		গান সংখ্যা:
		শিরোনাম: 
      যে কেবল পালিয়ে বেড়ায়,
      
      
      
      দৃষ্টি এড়ায়,
পাঠ 
ও পাঠভেদ: 
	- গীতবিতান (বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ: 
বিচিত্র : ৮৩
       
      
      যে 
      কেবল          পালিয়ে বেড়ায়,
      
      
      
      দৃষ্টি এড়ায়,
      
      
      ডাক 
      দিয়ে যায় ইঙ্গিতে,
      
      সে কি 
      আজ        দিল ধরা গন্ধে-ভরা বসন্তের এই সঙ্গীতে॥
      
      ও কি 
      তার          উত্তরীর অশোকশাখায় উঠল দুলি।
      
      আজি 
      কি            পলাশবনে ওই সে বুলায় রঙের তুলি।
      
      ও কি 
      তার          চরণ পড়ে তালে তালে মল্লিকার ওই ভঙ্গীতে॥
      
      
                                          
		
		
      
       না গো না,
      
      
      
               দেয় নি ধরা,
      
      
      
        হাসির ভরা দীর্ঘশ্বাসে যায় ভেসে।
      
                                          
		 
      মিশে 
      এই হেলা-দোলায়  মনকে ভোলায়,
      
      
      ঢেউ 
      দিয়ে যায় স্বপ্নে সে।
      
      সে 
      বুঝি             লুকিয়ে আসে বিচ্ছেদেরই রিক্ত রাতে,
      
      নয়নের 
                  আড়ালে তার  নিত্য-জাগার আসন পাতে―
      
      
      ধেয়ানের           বর্ণছটায় ব্যথার রঙে মনকে সে রয় রঙ্গীতে॥
      
 
	- 
	পাণ্ডুলিপির পাঠ: 
	
- 
	
	পাঠভেদ: 
	 
- 
	
তথ্যানুসন্ধান 
	- 
	ক. রচনাকাল ও স্থান:
	১৩৩০ বঙ্গাব্দের 
	ফাল্গুনে এই গানটি রচিত হয়। এর ভিত্তিতে ধারণা করা যায় 
	গানটি রবীন্দ্রনাথের 
	৬২ বৎসর ১১ মাস বয়সের রচনা। 
	[সূত্র 
	: 
	
	
	গীতবিতান কালানুক্রমিক সূচী। 
	প্রভাতকুমার মুখোপাধ্যায়] 
- 
	খ. 
	প্রকাশ ও গ্রন্থভুক্তি: 
	- গ্রন্থ
			- 
	
ঋতু-উৎসব [বিশ্বভারতী। ১৩৩৩ বঙ্গাব্দ। সুন্দর। গান 
২৪। পৃষ্ঠা: ১৪৩][নমুনা]
- 
      		
		
		গীতবিতান 
		 
			- 
			অখণ্ড,
			তৃতীয় 
			সংস্করণ 
			
			(বিশ্বভারতী, ১৩৮০ 
			বঙ্গাব্দ), পর্যায়: 
বিচিত্র-৮৩। 
			পৃষ্ঠা: 
			।
			
			[নমুনা:
				]
- 
			দ্বিতীয় খণ্ড, 
			 
			 সংস্করণ 
			
			(বিশ্বভারতী, 
				
			বঙ্গাব্দ), পর্যায়: 
বিচিত্র-। 
			পৃষ্ঠা: 
			।
			
			[নমুনা: ]
- তৃতীয় খণ্ড, 
			 
			 সংস্করণ 
			
			(বিশ্বভারতী, ১৩৩৯
				
			বঙ্গাব্দ), পর্যায়: 
বিচিত্র-। 
			পৃষ্ঠা: 
			।
			
			[নমুনা: ]
 
- 
ঋতু উৎসব (১৩৩৩ বঙ্গাব্দ)। 
- 
শাপমোচন পুস্তিকা (রবীন্দ্র-জয়ন্তী, ছাত্র-ছাত্রী 
উৎসব পরিষৎ, ১৫ পৌষ ১৩৩৮ বঙ্গাব্দ), পৃষ্ঠা ১৬। [নমুনা ]
- 
সুন্দর (১৩৩২ বঙ্গাব্দ)।
- 
স্বরবিতান
ত্রিংশ (৩০, গীতমালিকা প্রথম খণ্ড)  
 (চৈত্র ১৪১৪)
খণ্ডের ৩৩ সংখ্যক গান,
পৃষ্ঠা ১০৫-১০৮।
 
- 
	পত্রিকা:
	- 
শান্তিনিকেতন পত্রিকা (ফাল্গুন ১৩৩০ বঙ্গাব্দ)।
অনাদিকুমার দস্তিদার-কৃত
স্বরলিপি-সহ মুদ্রিত।
 
- 
	
	
 	রেকর্ডসূত্র: 
- 
	প্রকাশের 
	কালানুক্রম: 
		১৩৩১ বঙ্গাব্দের ২৬ ফাল্গুন 
	শান্তিনিকেতনে 'সুন্দর' (গীতোৎসব) প্রথম অভিনয়ের সময় গীত। 
১৫ ও ১৬ পৌষ ১৩৩৮ বঙ্গাব্দে রবীন্দ্র-জয়ন্তী 
	ছাত্র-ছাত্রী উৎসব পরিষৎ কর্তৃক অভিনয়ে গীত 
	 
 
 
- গ.
	সঙ্গীতবিষয়ক তথ্যাবলী:
		- 
		স্বরলিপি:
- 
		স্বরলিপিকার: 
		অনাদিকুমার দস্তিদার।
- সুর ও তাল:
	- 
	স্বরবিতান
ত্রিংশ (৩০, গীতমালিকা প্রথম খণ্ড)  
 (চৈত্র ১৪১৪)
	খণ্ডে 
			গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি  
 ৩।৩ 
মাত্রা ছন্দে 
'দাদরা' তালে নিবদ্ধ।
- রাগ: পিলু-খাম্বাজ। তাল: 
	দাদরা। [রবীন্দ্রসংগীত: 
	রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা ৭৬।
- রাগ: 
	খাম্বাজ,পীলু । তাল: 
	দাদরা। [রাগরাগিণীর এলাকায় 
	রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, 
	জুলাই ২০০১], পৃষ্ঠা ১৩১।
 
- বিষয়াঙ্গ: 
			
- সুরাঙ্গ: 
		
- গ্রহস্বর:
	ণা।
- লয়: