বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
বাজে গুরুগুরু শঙ্কার ডঙ্কা
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ:
বাজে গুরুগুরু শঙ্কার ডঙ্কা,
ঝঞ্ঝা
ঘনায় দূরে ভীষণ নীরবে।
কত
রব সুখস্বপ্নের ঘোরে আপনা ভুলে—
সহসা
জাগিতে হবে॥
-
পাণ্ডুলিপির
পাঠ:
-
পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
- খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
- গীতবিতানের বিচিত্র
পর্যায়ের
৮৬ সংখ্যক গান।
-
স্বরববিতান ঊনবিংশ (১৯, শ্যাম) খণ্ডের গান। বাণী অংশ : ১৮। স্বরলিপি অংশ : ৬৫
- গ.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
-
রাগ ও তাল:
-
রাগ :
মেঘ মল্লার। তাল: কাহারবা [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা।
সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৬৮]
-
রাগ:
সাহানা। তাল:
কাহারবা, ঢালা। [রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১,
পৃষ্ঠা: ১১৯।