বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম: আকাশ, তোমার কোন্ রূপে মন চিনতে পারে

পাঠ ও পাঠভেদ:

 

আকাশ, তোমার কোন্ রূপে মন চিনতে পারে

তাই ভাবি যে বারে বারে

গহন রাতের চন্দ্র তোমার মোহন ফাঁদে

স্বপন দিয়ে মনকে বাঁধে,

প্রভাতসূর্য শুভ জ্যোতির তরবারে

ছিন্ন করি ফেলে তারে

বসন্তবায় পরান ভুলায় চুপে চুপে,

বৈশাখী ঝড় গর্জি উঠে রুদ্ররূপে।

শ্রাবণমেঘের নিবিড় সজল কাজল ছায়া

দিগ্‌দিগন্তে ঘনায় মায়া-

আশ্বিনে এই অমল আলোর কিরণধারে

যায় নিয়ে কোন্ মুক্তিপারে