ধর্ম্ম সঙ্গীত
রবীন্দ্রনাথের রচিত সঙ্গীতগ্রন্থ। গ্রন্থটি ইন্ডিয়ান পাবলিশিং হাউস (২২/১ কর্ণওয়ালিস স্ট্রীট, কলিকাতা) থেকে প্রকাশিত হয়েছিল ১৩২১ বঙ্গাব্দে। প্রকাশক ছিলেন শ্রীঅপূর্ব্বকৃষ্ণ বসু। এর মূল ছিল দুই টাকা চার আনা।উল্লেখ্য, ২৩ সেপ্টেম্বর ১৯১৪ খ্রিষ্টাব্দে [৬ আশ্বিন ১৩২১] গান নামে যে গ্রন্থটি প্রকাশিত হয়, তার দুটি ভাগ ছিল। এই ভাগ দুটি হলো- গান ও ধর্ম্মসঙ্গীত। 'ধর্ম্ম সঙ্গীত' হলো এই বিভাজিত গ্রন্থটির একটি। এ বিষয়ে প্রকাশকের বক্তব্য ছিল,
এই সংস্করণে "গান" গ্রন্থের সঙ্গীতগুলি দুই ভাগে বিভক্ত হইয়া দুই পৃথক খণ্ডে প্রকাশিত হইয়াছে। বিবিধ সঙ্গীতের খণ্ডটির নাম হইয়াছে "গান"।
গানের তালিকা দেখুন: ধর্ম্মসঙ্গীত