স্বপ্নময়ী
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর রচিত একটি নাটক। এই নাটকের মূল কাহিনী সূত্র হলো—
ঔরঙ্গজেবের শাসনকালের রাজপুত শুভসিংহের বিদ্রোহ। তবে নাটকটির প্রেক্ষাপট হিসবে
গ্রহণ করা হয়েছে বর্ধমান অঞ্চল। সুকুমার সেনের মতে—
এই নাটকের পদ্যাংশ প্রায়
সম্পূর্ণভাবে রবীন্দ্রনাথের। [সুকুমার সেন, বাঙ্গালা সাহিত্যের ইতিহাস, দ্বিতীয়
খণ্ড]।
এই নাটকে গৃহীত রবীন্দ্রনাথের গানগুলির তালিকা তুলে ধরা হলো-
১. বল্, গোলাপ, মোরে বল্,
তুই ফুটিবি, সখী কবে। দ্বিতীয় অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক
২. আমি স্বপনে রয়েছি ভোর। দ্বিতীয় অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক
৩. আঁধার শাখা উজল করি। দ্বিতীয় অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক
৪. হৃদয় মোর কোমল অতি। দ্বিতীয় অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক
৫. হাসি কেন নাই ও নয়নে।
তৃতীয় অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক
৬. ক্ষমা করো মোরে সখী। তৃতীয় অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক
৭. এসো গো এসো। তৃতীয় অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক
৮. দেশে দেশ ভ্রমি তব দুখগান গাহিয়ে। তৃতীয় অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক
৯. দে লো, সখী দে পরাইয়ে গলে। তৃতীয় অঙ্ক, চতুর্থ গর্ভাঙ্ক
১০. বুঝেছি বুঝেছি সখা,
ভেঙেছে প্রণয়। তৃতীয় অঙ্ক, ষষ্ঠ গর্ভাঙ্ক
১১. বলি গো সজনি, যেও না। চতুর্থ অঙ্ক, তৃতীয় গর্ভাঙ্ক
১২. দেখে যা, দেখে যা, দেখে যা তোরা। চতুর্থ অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক
১৩. আয় তবে সহচরি। চতুর্থ অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক
১৪. কে যেতেছিস আয় রে
হেথা। চতুর্থ অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক
১৪. অনন্তসাগরমাঝে দাও তরী
ভাসাইয়া। চতুর্থ
অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক। গীতবিতান :
প্রেম ও প্রকৃতি-৪ ।