সোনার তরী
রবীন্দ্রনাথের রচিত কাব্য গ্রন্থ।
গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৩০০ বঙ্গাব্দে। গ্রন্থটি ১২ নম্বর রামকৃষ্ণ লেন,
সাহিত্য-যন্ত্রে শ্রীযজ্ঞেশ্বর ঘোষ কর্তৃক মুদ্রিত হয়েছিল এবং ৬ নম্বর দ্বারকানাথ
ঠাকুরের লেন থেকে শ্রীকালিদাস চক্রবর্তী কর্তৃক প্রকাশিত হয়েছিল। এই সংস্করণের
প্রকাশকের ক্ষেত্রে সাধারণত 'সাহিত্য-যন্ত্র' উল্লেখ করা হয়। রবীন্দ্রনাথ গ্রন্থটি
উৎসর্গ করেছিলেন শ্রীদেবেন্দ্রনাথ সেন-কে।