বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
এই
বেলা সবে মিলে চলো হো, চলো হো!
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ: বাল্মীকি প্রতিভার দস্যুদের গান
।
এই বেলা সবে মিলে চলো হো, চলো হো!
ছুটে আয়, শিকারে কে রে যাবি আয়,
এমন রজনী বহে যায় যে।
ধনুর্বাণ বল্লম লয়ে হাতে আয় আয় আয় আয় রে।
বাজা শিঙা ঘন ঘন, শব্দে কাঁপিবে বন,
আকাশ ফেটে যাবে, চমকিবে পশু পাখি সবে,
ছুটে যাবে কাননে কাননে—
চারি দিকে ঘিরে যাব পিছে পিছে
হো হো হো হো॥
- পাণ্ডুলিপির পাঠ:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
- তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না।
১২৯২ বঙ্গাব্দের ফাল্গুন মাসে বাল্মীকি প্রতিভার দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। এই
গ্রন্থে গানটি প্রথম দৃশ্যে স্থান পেয়েছিল। প্রকাশকালে রবীন্দ্রনাথের বয়স ছিল ২৪
বৎসর ১০ মাস।
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। বাল্মীকি প্রতিভা।
চতুর্থ দৃশ্য। দস্যুদের
গান।
ইমন কল্যাণ। পৃষ্ঠা: ৩২]
[নমুনা]
-
গান
-
প্রথম সংস্করণ
[সিটী বুক সোসাইটী ১৩১৫] বাল্মীকি প্রতিভা। চতুর্থ দৃশ্য। দস্যুদের গান।
ইমন কল্যাণ। পৃষ্ঠা: ১৬৭ [নমুনা]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ। [বিশ্বভারতী, মাঘ ১৩৩৮ বঙ্গাব্দ।
বাল্মীকি প্রতিভা (১২৯২ বঙ্গাব্দ, পরিমার্জিত সংস্করণ) থেকে
গৃহীত হয়েছিল] চতুর্থ
দৃশ্য। দস্যুদের গান। ইমন কল্যাণ। পৃষ্ঠা:
১৫।
[নমুনা]
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। বাল্মীকি
প্রতিভা
গীতিনাট্য।
চতুর্থ দৃশ্য। দস্যুদের গান
।
-
বাল্মীকি প্রতিভা
-
দ্বিতীয় সংস্করণ (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২)। চতুর্থ
দৃশ্য।
দস্যুদের গান। ইমন কল্যাণ। পৃষ্ঠা:
১৫। [নমুনা:
নমুনা]
-
ঊনপঞ্চাশত্তম খণ্ড
(৪৯), বাল্মীকিপ্রতিভা (বিশ্বভারতী চৈত্র ১৪১৩)। বাণী অংশ : পৃষ্ঠা
১৬। স্বরলিপি অংশ: পৃষ্ঠা: ৬৩-৬৪।[
নমুনা]
-
স্বরবিতান ৪৯,
বাল্মীকিপ্রতিভা (বিশ্বভারতী চৈত্র ১৪১৩)। বাণী অংশ: পৃষ্ঠা
১৭।
স্বরলিপি অংশ: পৃষ্ঠা ৬৪-৬৫।
[নমুনা]
গ. সঙ্গীত বিষয়ক
তথ্যাবলী:
বাল্মীকি প্রতিভায় এটি দস্যুদের গান হিসেবে ব্যবহার করা হয়েছে।
-
স্বরলিপিকার:
-
মূল স্বরলিপিটি
ইন্দিরাদেবী সম্পাদিত। দিনেন্দ্রনাথ ঠাকুর।
সুরান্তর [স্বরবিতান ৪৯, বাল্মীকিপ্রতিভা (বিশ্বভারতী চৈত্র ১৪১৩)]
[নমুনা]
-
সুর ও তাল:
-
স্বরবিতান ৪৯
খণ্ডে (বিশ্বভারতী চৈত্র ১৪১৩) গানটির রাগ উল্লেখ নেই।
-
ইমন কল্যাণ [বাল্মীকি
প্রতিভা দ্বিতীয়
সংস্করণ (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২)।
-
গানটি ৪।৪ মাত্রা ছন্দে
কাহারবা তালে নিবদ্ধ।
-
গ্রহস্বর: র্সা।