বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
এই
বেলা সবে মিলে চলো হো, চলো হো!
পাঠ ও পাঠভেদ:
এই বেলা সবে মিলে চলো হো, চলো হো!
ছুটে আয়, শিকারে কে রে যাবি আয়,
এমন রজনী বহে যায় যে।
ধনুর্বাণ বল্লম লয়ে হাতে আয় আয় আয় আয় রে।
বাজা শিঙা ঘন ঘন, শব্দে কাঁপিবে বন,
আকাশ ফেটে যাবে, চমকিবে পশু পাখি সবে,
ছুটে যাবে কাননে কাননে—
চারি দিকে ঘিরে যাব পিছে পিছে
হো হো হো হো॥
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। বাল্মীকি প্রতিভা। চতুর্থ দৃশ্য।দস্যুদের গান। ইমন কল্যাণ। পৃষ্ঠা: ৩২] [নমুনা]
বাল্মীকি প্রতিভা
স্বরবিতান ৪৯,
বাল্মীকিপ্রতিভা (বিশ্বভারতী চৈত্র ১৪১৩)। বাণী অংশ: পৃষ্ঠা
১৭।
স্বরলিপি অংশ: পৃষ্ঠা ৬৪-৬৫।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: বাল্মীকি প্রতিভায় এটি দস্যুদের গান হিসেবে ব্যবহার করা হয়েছে।
স্বরলিপিকার:
মূল স্বরলিপিটি কার, তা স্পষ্ট নয়।
দিনেন্দ্রনাথ ঠাকুর। সুরান্তর [স্বরবিতান ৪৯, বাল্মীকিপ্রতিভা (বিশ্বভারতী চৈত্র ১৪১৩)]
সুর ও তাল:
স্বরবিতান ৪৯ খণ্ডে (বিশ্বভারতী চৈত্র ১৪১৩) গানটির রাগ উল্লেখ নেই।
ইমন কল্যাণ [বাল্মীকি প্রতিভা দ্বিতীয় সংস্করণ (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২)।
গানটি ৪।৪ মাত্রা ছন্দে কাহারবা তালে নিবদ্ধ।
গ্রহস্বর: র্সা।