বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আছে তোমার বিদ্যে-সাধ্যি জানা।
পাঠ ও পাঠভেদ:
দ্বিতীয় দস্যু। আছে তোমার বিদ্যে-সাধ্যি জানা।
রাজত্ব করা, এ কি তামাশা পেয়েছ।
প্রথম দস্যু। জানিস নে কেটা আমি।
দ্বিতীয় দস্যু। ঢের ঢের জানি—ঢের ঢের জানি—
প্রথম দস্যু। হাসিস নে হাসিস নে মিছে, যা যা—
সব আপন কাজে যা যা,
যা আপন কাজে।
দ্বিতীয় দস্যু। খুব তোমার লম্বাচওড়া কথা।
নিতান্ত দেখি তোমায় কৃতান্ত ডেকেছে॥
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। বাল্মীকি প্রতিভা। তৃতীয় দৃশ্য। অরণ্য। দস্যুদের গান। খাম্বাজ। পৃষ্ঠা: ৩১] [নমুনা]
বাল্মীকি প্রতিভা (ফাল্গুন ১২৮৭)।
স্বরবিতান ৪৯, বাল্মীকিপ্রতিভা (বিশ্বভারতী চৈত্র ১৪১৩)। বাণী অংশ : পৃষ্ঠা ১৪। স্বরলিপি অংশ: পৃষ্ঠা ৫৫।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: দ্বিনেন্দ্রনাথ ঠাকুর।
সুর ও তাল:
স্বরবিতান ৪৯ খণ্ডে গানটির রাগ ও তালের উল্লেখ নেই। গানটি ৪।৪ মাত্রা ছন্দে কাহারবা তালে নিবদ্ধ। [স্বরবিতান ৪৯, বাল্মীকিপ্রতিভা (বিশ্বভারতী চৈত্র ১৪১৩)]
রাগ: দেশ। তাল: কাহারবা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৫]।
রাগ: খাম্বাজ। তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৪৯]
গ্রহস্বর: সা।