বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা:
শিরোনাম: 
আঃ কাজ কী গোলমালে
পাঠ ও পাঠভেদ:
তৃতীয় দস্যু। আঃ কাজ কী গোলমালে, নাহয় রাজাই সাজালে।
মরবার বেলায় মরবে ওটাই, আমরা সব থাকব ফাঁকতালে।
প্রথম দস্যু। রাম রাম! হরি হরি! ওরা থাকতে আমি মরি!
তেমন তেমন দেখলে, বাবা, ঢুকব আড়ালে।
সকলে। ওরে চল্ তবে শিগ্গিরি,
আনি পুজোর সামিগ্গিরি।
কথায় কথায় রাত পোহালো, এমনি কাজের ছিরি॥
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। বাল্মীকি প্রতিভা। তৃতীয় দৃশ্য। অরণ্য। দস্যুদের গান। মিশ্র সিন্ধু। পৃষ্ঠা: ৩১] [নমুনা]
বাল্মীকি প্রতিভা (ফাল্গুন ১২৮৭)।
	স্বরবিতান ৪৯, বাল্মীকিপ্রতিভা 
	(বিশ্বভারতী চৈত্র ১৪১৩)।  
				বাণী অংশ : 
				পৃষ্ঠা 
	
				১৪। 
				স্বরলিপি অংশ: 
				 পৃষ্ঠা
				
				৫৬-৫৭।
 
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: দ্বিনেন্দ্রনাথ ঠাকুর।
সুর ও তাল:
স্বরবিতান ৪৯ খণ্ডে গানটির রাগ ও তালের উল্লেখ নেই। গানটি ৩।৩ মাত্রা ছন্দে দাদরা তালে নিবদ্ধ। [স্বরবিতান ৪৯, বাল্মীকিপ্রতিভা (বিশ্বভারতী চৈত্র ১৪১৩)]
গ্রহস্বর: সা।