বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম: আঃ কাজ কী গোলমালে

পাঠ ও পাঠভেদ:

তৃতীয় দস্যু।    আঃ কাজ কী গোলমালে, নাহয় রাজাই সাজালে।
                    মরবার বেলায় মরবে ওটাই, আমরা সব থাকব ফাঁকতালে।
প্রথম দস্যু।     রাম রাম! হরি হরি! ওরা থাকতে আমি মরি!
                    তেমন তেমন দেখলে, বাবা, ঢুকব আড়ালে।
সকলে।          ওরে চল্ তবে শিগ্‌গিরি,
                    আনি পুজোর সামিগ্‌গিরি।
                    কথায় কথায় রাত পোহালো, এমনি কাজের ছিরি॥