বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা:
শিরোনাম: 
আয়, মা, আমার সাথে, কোনো ভয় নাহি আর।
পাঠ ও পাঠভেদ:
বাল্মীকি। আয়, মা, আমার সাথে, কোনো ভয় নাহি আর।
কত দুঃখ পেলি বনে, আহা, মা আমার!
নয়নে ঝরিছে বারি, এ কি, মা, সহিতে পারি—
কোমল কাতর তনু কাঁপিতেছে বার বার॥
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। বাল্মীকি প্রতিভা। তৃতীয় দৃশ্য। অরণ্য। বাল্মীকির গান। ভৈরবী। পৃষ্ঠা: ৩২] [নমুনা]
বাল্মীকি প্রতিভা
	স্বরবিতান ৪৯, বাল্মীকিপ্রতিভা 
	(বিশ্বভারতী চৈত্র ১৪১৩)।
 
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
			সুর ও তাল: 
		 
			রাগ : ভৈরবী।  
			তাল:
			ঝাঁপতাল 
			[রবীন্দ্রসংগীত 
			: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)]। 
			পৃষ্ঠা: ৩৩। 
			রাগ: ভৈরবী। তাল: ঝাঁপতাল।
			[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, 
			পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।  পৃষ্ঠা: ৬৩।
			
গ্রহস্বর: