বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: বলব কী আর বলব খুড়ো।
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: বাল্মীকি প্রতিভার প্রথম দস্যুর গান।
অন্য দস্যু।
বলব কী আর বলব খুড়ো— উঁ উঁ—
আমার যা হয়েছে বলি কার কাছে—
একটা বুনো ছাগল তেড়ে এসে মেরেছে ঢুঁ।
প্রথম দস্যু। তখন যে ভারী ছিল জারিজুরি,
এখন কেন করছ, বাপু, উঁ উঁ উঁ—
কোনখানে লেগেছে বাবা, দিই একটু ফুঁ॥
- পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
- তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান:
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। বাল্মীকি প্রতিভা।
চতুর্থ দৃশ্য। প্রথম দস্যু ও অন্য
দস্যুদের গান। গৌরী। পৃষ্ঠা: ৩৩]
[নমুনা]
-
গীতবিতান
- প্রথম খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৩৮ বঙ্গাব্দ)
।
বাল্মীকি
প্রতিভা ।
প্রথম দস্যু ও অন্য দস্যুদের গান। গৌরী। ।
পৃষ্ঠা: ২৭।
[
২৭]
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। বাল্মীকি প্রতিভা। প্রথম দস্যু ও অন্য দস্যুদের গান। গৌরী।
-
- বাল্মীকি প্রতিভা প্রথম সংস্করণ (ফাল্গুন ১২৮৭)।
- দ্বিতীয় সংস্করণ
-
স্বরবিতান ৪৯,
বাল্মীকিপ্রতিভা (বিশ্বভারতী চৈত্র ১৪১৩)।
-
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
- সুর ও তাল:
- রাগ:
যোগিয়া।
তাল:
ত্রিতাল
[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা।
সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)
। পৃষ্ঠা: ৬৭]।
- রাগ:
গৌরী। তাল: ত্রিতাল। [রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১],
পৃষ্ঠা: ১১৭।
- গ্রহস্বর: