বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: বলব কী আর বলব খুড়ো।
পাঠ ও পাঠভেদ:
অন্য দস্যু।     বলব কী আর বলব খুড়ো— উঁ উঁ—
                    আমার যা হয়েছে বলি কার কাছে—
                   একটা বুনো ছাগল তেড়ে এসে মেরেছে ঢুঁ।
প্রথম দস্যু।     তখন যে ভারী ছিল জারিজুরি,
                    এখন কেন করছ, বাপু, উঁ উঁ উঁ—
                    কোনখানে লেগেছে বাবা, দিই একটু ফুঁ॥