বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা: 
শিরোনাম: 
 ছাড়ব না ভাই, ছাড়ব না ভাই
পাঠ ও পাঠভেদ:
ছাড়ব না ভাই, ছাড়ব না ভাই,
এমন শিকার ছাড়ব না।
হাতের কাছে অমনি এল্ অমনি যাবে!
অমনি যেতে দেবে কে রে!
রাজটা খেপেছে রে, তার কথা আর মানব না।
আজ রাতে ধুম হবে ভারী—নিয়ে আয় কারণবারি,
জ্বেলে দে মশালগুলো, মনের মতন পুজো দেব
নেচে নেচে ঘুরে ঘুরে— রাজাটা খেপেছে রে,
তার কথা আর মানব না॥
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। বাল্মীকি প্রতিভা। তৃতীয় দৃশ্য। অরণ্য। দস্যুদের গান। মিশ্র বাগেশ্রী। পৃষ্ঠা: ৩১] [নমুনা]
বাল্মীকি প্রতিভা
	স্বরবিতান ৪৯, বাল্মীকিপ্রতিভা 
	(বিশ্বভারতী চৈত্র ১৪১৩)।  
 
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
			সুর ও তাল: 
			
			
গ্রহস্বর: সা।