বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:  ছাড়ব না ভাই, ছাড়ব না ভাই
পাঠ ও পাঠভেদ:
ছাড়ব না ভাই, ছাড়ব না ভাই,
এমন শিকার ছাড়ব না।
হাতের কাছে অমনি এল্ অমনি যাবে!
অমনি যেতে দেবে কে রে!
রাজটা খেপেছে রে, তার কথা আর মানব না।
আজ রাতে ধুম হবে ভারী—নিয়ে আয় কারণবারি,
জ্বেলে দে মশালগুলো, মনের মতন পুজো দেব
নেচে নেচে ঘুরে ঘুরে— রাজাটা খেপেছে রে,
তার কথা আর মানব না॥