বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: ছাড়ব না ভাই, ছাড়ব না ভাই
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ: বাল্মীকি প্রতিভার দস্যুদের গান
ছাড়ব না ভাই, ছাড়ব না
ভাই,
এমন শিকার ছাড়ব না।
হাতের কাছে অমনি এল্ অমনি যাবে!
অমনি যেতে দেবে কে রে!
রাজটা খেপেছে রে, তার কথা আর মানব না।
আজ রাতে ধুম হবে ভারী—নিয়ে আয় কারণবারি,
জ্বেলে দে মশালগুলো, মনের মতন পুজো দেব
নেচে নেচে ঘুরে ঘুরে— রাজাটা খেপেছে রে,
তার কথা আর মানব না॥
- পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
- তথ্যানুসন্ধান:
- ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১২৯২ বঙ্গাব্দের ফাল্গুন মাসে বাল্মীকি প্রতিভার দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। প্রকাশকালে রবীন্দ্রনাথের বয়স ছিল ২৪ বৎসর ১০ মাস।
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩]
বাল্মীকি প্রতিভা। তৃতীয় দৃশ্য।
অরণ্য। দস্যুদের গান।
মিশ্র বাগেশ্রী। পৃষ্ঠা: ৩১]
[নমুনা]
-
গান
-
প্রথম সংস্করণ
[সিটী বুক সোসাইটী ১৩১৫] বাল্মীকি প্রতিভা। তৃতীয় দৃশ্য। অরণ্য।
দস্যুদের গান। মিশ্র বাগেশ্রী। পৃষ্ঠা: ১৬১] [নমুনা]
- গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ।
[বিশ্বভারতী, মাঘ ১৩৩৮ বঙ্গাব্দ। বাল্মীকি প্রতিভা (১২৯২ বঙ্গাব্দ,
পরিমার্জিত সংস্করণ) থেকে গৃহীত হয়েছিল] তৃতীয় দৃশ্য। দস্যুদের গান। মিশ্র বাগেশ্রী। পৃষ্ঠা: ২১।
[নমুনা]
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। বাল্মীকি প্রতিভা।
তৃতীয় দৃশ্য। দস্যুদের গান।
-
বাল্মীকি প্রতিভা
-
রবীন্দ্রগ্রন্থাবলী
(হিতবাদী ১৩১১)। বাল্মীকি প্রতিভা।
তৃতীয় দৃশ্য, অরণ্য। দস্যুদের গান। মিশ্র বাগেশ্রী।
গান সংখ্যা ২৪০। পৃষ্ঠা: ১০১৮ [নমুনা]
-
ঊনপঞ্চাশত্তম খণ্ড
(৪৯), বাল্মীকিপ্রতিভা (বিশ্বভারতী চৈত্র ১৪১৩)। বাণী অংশ : পৃষ্ঠা ১৩।
স্বরলিপি অংশ: পৃষ্ঠা ৫২-৫৪।
[নমুনা]
-
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
দিনেন্দ্রনাথ ঠাকুর
- সুর ও তাল:
- রাগ: কাফি। তাল: খেমটা
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৫০]
- রাগ: বাগেশ্রী-খাম্বাজ। তাল: দাদরা [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৯০।]
- গ্রহস্বর: সা।