বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা:
শিরোনাম: 
আঃ কাজ কী গোলমাল
পাঠ ও পাঠভেদ:
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক 
	১৪১২)-এর পাঠ: বাল্মীকি প্রতিভা। বাল্মীকির গান। 
	
		
			 
		
			দীনহীন বালিকার সাজে এসেছিনু এ ঘোর বনমাঝে
			
						গলাতে পাষাণ তোর মন—
						কেন, বৎস, শোন্ তাহা শোন্!
			
			আমি বীণাপাণি তোরে এসেছি শিখাতে গান,
			তোর গানে গলে যাবে সহস্র পাষাণপ্রাণ।
						যে রাগিণী শুনে তোর গলেছে কঠোর মন
						সে রাগিণী তোরি কণ্ঠে বাজিবে রে অনুক্ষণ।
			
						অধীর হইয়া সিন্ধু কাঁদিবে চরণতলে,
			
						চারি দিকে দিকবধূ আকুল নয়নজলে।
			
			মাথার উপরে তোর কাঁদিবে সহস্র তারা,
			অশনি গলিয়া গিয়া হইবে অশ্রুর ধারা।
			যে করুণ রসে আজি ডুবিল রে ও হৃদয়
			শত স্রোতে তুই তাহা ঢালিবি জগৎময়।
			যেথায় হিমাদ্রি আছে সেথা তোর নাম রবে,
			যেথায় জাহ্নবী বহে তোর কাব্যস্রোত ববে।
			
			সে জাহ্নবী বহিবেক অযুত হৃদয় দিয়া
			
			
			শ্মশান পবিত্র করি, মরুভূমি উর্বারিয়া।
			মোর পদ্মাসনতলে রহিবে আসন তোর,
			নিত্য নব নব গীতে সতত রহিবি ভোর।
			বসি তোর পদতলে কবি-বালকেরা যত
			শুনি তোর কণ্ঠস্বর শিখিবে সঙ্গীত কত।
						এই নে আমার বীণা, দিনু তোরে উপহার,
			যে গান গাহিতে সাধ ধ্বনিবে ইহার তার।     
	
	- পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
	
- তথ্যানুসন্ধান
		- 
ক. রচনাকাল ও স্থান: 
 
- 
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি: 
	- 
গ্রন্থ:
	
	- 
	
	
	গীতবিতান 
	
	 
			- 
			
			প্রথম খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৩৮ বঙ্গাব্দ)
			। 
			বাল্মীকি প্রতিভা।  সরস্বতীর গান। 
			। পৃষ্ঠা ৭৬-৭৭। 
			[নমুনা: 
			প্রথমাংশ,
			শেষাংশ]
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। বাল্মীকি প্রতিভা। 
			বাল্মীকির গান।
 
- 
	
	বাল্মীকি প্রতিভা 
		
- 
	
	স্বরবিতান ৪৯, বাল্মীকিপ্রতিভা 
	(বিশ্বভারতী চৈত্র ১৪১৩)।
 
 
 
- 
		
		গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: 
		
		
			- 
			
			
			স্বরলিপিকার: 
			
- 
			
			সুর ও তাল: 
			
- 
			
			গ্রহস্বর: