বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
এনেছি মোরা এনেছি মোরা
পাঠ ও পাঠভেদ:
এনেছি মোরা এনেছি মোরা রাশি রাশি লুটের ভার।
করেছি ছারখার— সব করেছি ছারখার—
কত গ্রাম পল্লী লুটে-পুটে করেছি একাকার॥
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। বাল্মীকি প্রতিভা। প্রথম দৃশ্য। অরণ্য, প্রথম দস্যু। মিশ্র ঝিঁঝিট। পৃষ্ঠা ২৮] [নমুনা]
দ্বিতীয় সংস্করণ (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২)। প্রথম দৃশ্য। দস্যুর গান। । মিশ্র ঝিঁঝিট । পৃষ্ঠা: ২। [নমুনা]
স্বরবিতান ৪৯, বাল্মীকিপ্রতিভা
(বিশ্বভারতী চৈত্র ১৪১৩)।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
সুর ও তাল:
রাগ:
ইমন-ভূপালী
(পাশ্চাত্য প্রভাব)।
তাল:
দাদরা।
[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা
। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৩৭]।
গ্রহস্বর: