বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: এনেছি মোরা এনেছি মোরা
পাঠ ও পাঠভেদ:
এনেছি মোরা এনেছি মোরা রাশি
রাশি লুটের ভার।
করেছি ছারখার— সব করেছি ছারখার—
কত গ্রাম পল্লী লুটে-পুটে করেছি একাকার॥
- পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
- তথ্যানুসন্ধান
- রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১২৯২ বঙ্গাব্দের ফাল্গুন মাসে
বাল্মীকি প্রতিভার দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। প্রকাশকালে রবীন্দ্রনাথের বয়স ছিল ২৪ বৎসর ১০ মাস।
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
বাল্মীকি প্রতিভা। প্রথম দৃশ্য। অরণ্য, প্রথম দস্যু। মিশ্র
ঝিঁঝিট। পৃষ্ঠা ২৮]
[নমুনা]
-
গান
-
প্রথম সংস্করণ [সিটী বুক সোসাইটী ১৩১৫]
বাল্মীকি প্রতিভা। প্রথম দৃশ্য। অরণ্য, প্রথম দস্যু। মিশ্র ঝিঁঝিট।
পৃষ্ঠা: ১৫১ [নমুনা]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ।
বিশ্বভারতী, মাঘ ১৩৩৮
বঙ্গাব্দ। বাল্মীকি প্রতিভা
(১২৯২ বঙ্গাব্দ, পরিমার্জিত সংস্করণ) থেকে গৃহীত হয়েছিল] বাল্মীকি প্রতিভা। দস্যুদের গান। পৃষ্ঠা: ১৫।
[ নমুনা
]
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। বাল্মীকি প্রতিভা
।
দস্যুদের গান
-
বাল্মীকি প্রতিভা
-
দ্বিতীয় সংস্করণ[আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২]। প্রথম দৃশ্য। দস্যুদের গান।
মিশ্র ঝিঁঝিট । পৃষ্ঠা: ২। [নমুনা]
-
রবীন্দ্রগ্রন্থাবলী
(হিতবাদী ১৩১১)। বাল্মীকি প্রতিভা।
প্রথম দৃশ্য। দস্যুদের গান। মিশ্র ঝিঁঝিট। গান সংখ্যা ২২১। পৃষ্ঠা: ১০১৫
[নমুনা]
- স্বরবিতান
ঊনপঞ্চাশত্তম খণ্ড
(৪৯), বাল্মীকিপ্রতিভা (বিশ্বভারতী চৈত্র ১৪১৩)। বাণী অংশ : পৃষ্ঠা
৮। স্বরলিপি
অংশ: পৃষ্ঠা ২৯-৩০।
[নমুনা]
-
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপিটির 'রাশি রাশি'
অংশটুকুর স্বরলিপি সুরান্তর হিসেবে স্বরবিতান
ঊনপঞ্চাশত্তম খণ্ড
(৪৯) খণ্ডে দেওয়া হয়েছে। মূল স্বরলিপিটি, ইন্দিরাদেবী-কৃত
সম্পাদিত।- সুর ও তাল:
-
রাগ:
ইমন-ভূপালী
(পাশ্চাত্য প্রভাব)।
তাল:
দাদরা।
[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা
। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৩৭]।
- রাগ: পশ্চিমি ব্যাণ্ডের সুর। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত।
প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।
পৃষ্ঠা: ৭০]
-
গ্রহস্বর: গা