বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা:
শিরোনাম: 
এত রঙ্গ শিখেছ কোথা মুণ্ডমালিনী!
পাঠ ও পাঠভেদ:
এত রঙ্গ শিখেছ কোথা মুণ্ডমালিনী!
তোমার নৃত্য দেখে চিত্ত কাঁপে, চমকে ধরণী।
ক্ষান্ত দে মা, শান্ত হ মা, সন্তানের মিনতি।
রাঙা নয়ন দেখে নয়ন মুদি ও মা ত্রিনয়নী॥
বাল্মীকি প্রতিভা
	স্বরবিতান ৪৯, বাল্মীকিপ্রতিভা 
	(বিশ্বভারতী চৈত্র ১৪১৩)।
 
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
			সুর ও তাল: 
		 
			
			রাগ:  
			পিলু-ভৈরব।
			
			তাল: খেমটা।
			
			[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা 
			। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৩৭]।
			
গ্রহস্বর: