বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: এত রঙ্গ শিখেছ কোথা মুণ্ডমালিনী পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ: দস্যুদের গান
এত রঙ্গ শিখেছ কোথা
মুণ্ডমালিনী!
তোমার নৃত্য দেখে চিত্ত কাঁপে, চমকে ধরণী।
ক্ষান্ত দে মা, শান্ত হ মা, সন্তানের মিনতি।
রাঙা নয়ন দেখে নয়ন মুদি ও মা ত্রিনয়নী॥
- পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
- তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
বাল্মীকি প্রতিভা। তৃতীয় দৃশ্য।
অরণ্য।
দস্যুদের গান। ভাটিয়ারি। পৃষ্ঠা: ৩১]
[নমুনা]
-
গান
-
প্রথম সংস্করণ
[সিটী বুক সোসাইটী ১৩১৫] বাল্মীকি প্রতিভা। তৃতীয় দৃশ্য।
অরণ্য। দস্যুদের গান। ভাটিয়ারি। পৃষ্ঠা: ১৬৩
[নমুনা]
- গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ।
[বিশ্বভারতী, মাঘ ১৩৩৮ বঙ্গাব্দ। বাল্মীকি প্রতিভা (১২৯২ বঙ্গাব্দ,
পরিমার্জিত সংস্করণ) থেকে গৃহীত হয়েছিল] দস্যুদের গান। ভাটিয়ারি। পৃষ্ঠা ২৩।
[নমুনা]
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। বাল্মীকি প্রতিভা
।
প্রথম দস্যুর গান
বাল্মীকি প্রতিভা
- স্বরবিতান ৪৯, বাল্মীকিপ্রতিভা
(বিশ্বভারতী চৈত্র ১৪১৩)।
-
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
সুর ও তাল:
-
রাগ:
পিলু-ভৈরব ।
তাল: খেমটা [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা
। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৩৭]।
-
গ্রহস্বর: