বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
কে এল আজি এ ঘোর নিশীথে
পাঠ ও পাঠভেদ:
কে এল আজি এ ঘোর নিশীথে
সাধের কাননে শান্তি নাশিতে।
মত্ত করী যত পদ্মবন দলে
বিমল সরোবর মন্থিয়া,
ঘুমন্ত বিহগে কেন বধে রে
সঘনে খর শর সন্ধিয়া।
তরাসে চমকিয়ে হরিণহরিণী
স্খলিত চরণে ছুটিছে—
স্খলিত চরণে ছুটিছে কাননে,
করুণ নয়নে চাহিছে।
আকুল সরসী, সারসসারসী
শরবনে পশি কাঁদিছে।
তিমির দিগ ভরি ঘোর যামিনী
বিপদ ঘন ছায়া ছাইয়া—
কী জানি কী হবে আজি এ নিশীথে,
তরাসে প্রাণ ওঠে কাঁপিয়া॥
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। বাল্মীকি প্রতিভা। চতুর্থ দৃশ্য। বনদেবীগণের গান। মিশ্র মল্লার। পৃষ্ঠা: ৩৩] [নমুনা]
বাল্মীকি প্রতিভা
প্রথম সংস্করণ (ফাল্গুন ১২৮৭)।
দ্বিতীয় সংস্করণ (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২)।
স্বরবিতান ৪৯, বাল্মীকিপ্রতিভা
(বিশ্বভারতী চৈত্র ১৪১৩)।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
ভাঙা গান:
স্বরলিপিকার:
সুর ও তাল:
রাগ: মল্লার। তাল: তেওরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৮৩।]