বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:  কেন রাজা, ডাকিস কেন, এসেছি সবে।

পাঠ ও পাঠভেদ:

দস্যু।        কেন রাজা, ডাকিস কেন, এসেছি সবে।
               বুঝি আবার শ্যামা মায়ের পুজো হবে?
বাল্মীকি।    শিকারে হবে যেতে, আয় রে সাথে।
প্রথম দস্যু। ওরে, রাজা কী বলছে শোন্।
সকলে।      শিকারে চল্ তবে।
                সবারে আন্ ডেকে যত দলবল সবে॥