বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম: কী দোষে বাঁধিলে আমায়, আনিলে কোথায়।

পাঠ ও পাঠভেদ:

কী দোষে বাঁধিলে আমায়, আনিলে কোথায়।
পথহারা একাকিনী বনে অসহায়
রাখো রাখো রাখো, বাঁচাও আমায়।
দয়া করো অনাথারে
কে আমার আছে
বন্ধনে কাতরতনু মরি যে ব্যথায়।