গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ: বাল্মীকি প্রতিভার বালিকার গান ।
কী দোষে বাঁধিলে আমায়, আনিলে কোথায়।
পথহারা একাকিনী বনে অসহায়-
রাখো রাখো রাখো, বাঁচাও আমায়।
দয়া করো অনাথারে-
কে আমার আছে-
বন্ধনে কাতরতনু মরি যে ব্যথায়।
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের
পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১২৯২ বঙ্গাব্দের ফাল্গুন মাসে
বাল্মীকি প্রতিভার দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। প্রকাশকালে রবীন্দ্রনাথের বয়স ছিল ২৪ বৎসর ১০ মাস।