বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: ওই
মেঘ করে বুঝি গগনে
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: বাল্মীকি প্রতিভা, বালিকার
গান।
বালিকা। ওই মেঘ করে বুঝি
গগনে।
আঁধার ছাইল, রজনী আইল,
ঘরে ফিরে যাব কেমনে।
চরণ অবশ হায়, শ্রান্ত ক্লান্ত কায়
সারা দিবস বনভ্রমণে
ঘরে ফিরে যাব কেমনে॥
- পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
- তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১২৯২ বঙ্গাব্দের ফাল্গুন মাসে
বাল্মীকি প্রতিভার দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। প্রকাশকালে রবীন্দ্রনাথের বয়স ছিল ২৪ বৎসর ১০ মাস।
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
বাল্মীকি প্রতিভা। প্রথম দৃশ্য। অরণ্য,
বালিকার গান। মিশ্র মল্লার। পৃষ্ঠা ২৯]
[নমুনা]
-
গান
-
প্রথম সংস্করণ
[সিটী বুক সোসাইটী ১৩১৫]বাল্মীকি প্রতিভা। বাল্মীকি প্রতিভা।
প্রথম দৃশ্য। অরণ্য, বালিকার গান। মিশ্র মল্লার। পৃষ্ঠা ১৫৫]
[নমুনা]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ। [বিশ্বভারতী, মাঘ ১৩৩৮ বঙ্গাব্দ।
বাল্মীকি প্রতিভা (১২৯২ বঙ্গাব্দ, পরিমার্জিত সংস্করণ) থেকে গৃহীত
হয়েছিল] প্রথম দৃশ্য। বালিকার গান।
পৃষ্ঠা: ১৭]
[নমুনা]
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)।
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- সুর ও তাল:
- রাগ:
মল্লার । তাল:
কাহারবা [রবীন্দ্রসংগীত
: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)।
পৃষ্ঠা: ৪০।]
- রাগ:
দেশ মল্লার। তাল:
কাহারবা
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত।
প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই
২০০১। পৃষ্ঠা: ৭৪]
- গ্রহস্বর: