বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
ওই
মেঘ করে বুঝি গগনে
পাঠ ও পাঠভেদ:
বালিকা। ওই মেঘ করে বুঝি গগনে।
আঁধার ছাইল, রজনী আইল,
ঘরে ফিরে যাব কেমনে।
চরণ অবশ হায়, শ্রান্ত ক্লান্ত কায়
সারা দিবস বনভ্রমণে
ঘরে ফিরে যাব কেমনে॥
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। বাল্মীকি প্রতিভা। প্রথম দৃশ্য। অরণ্য, বালিকার গান। মিশ্র মল্লার। পৃষ্ঠা ২৯] [নমুনা]
গীতবিতান
বাল্মীকি প্রতিভা
স্বরবিতান ৪৯, বাল্মীকিপ্রতিভা (বিশ্বভারতী চৈত্র ১৪১৩)।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
রাগ: দেশ মল্লার। তাল: কাহারবা [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭৪]
গ্রহস্বর: