বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: রাজা মহারাজা কে জানে, আমিই রাজাধিরাজে।
পাঠ ও পাঠভেদ:
রাজা মহারাজা কে জানে, আমিই রাজাধিরাজে।
তুমি উজির, কোতোয়াল তুমি,
ওই ছোঁড়াগুলো বর্কন্দাজ।
যত সব কুঁড়ে আছে ঠাঁই জুড়ে,
কাজের বেলায় বুদ্ধি যায় উড়ে।
পা ধোবার জল নিয়ে আয় ঝট্,
কর্ তোরা সব যে যার কাজ॥