বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: রাখ্ রাখ্ ফেল ধনু, ছাড়িস নে বাণ পাঠ ও পাঠভেদ:
বাল্মীকি।     রাখ্ রাখ্ ফেল ধনু, ছাড়িস নে বাণ॥
                 হরিণশাবক দু্টি প্রাণভয়ে ধায় ছুটি,
                 চাহিতেছে ফিরে ফিরে করুণনয়ান।
                 কোনো দোষ করে নি তো, সুকুমার কলেবর—
                 কেমনে কোমল দেহে বিঁধিবি কঠিন শর!
                 থাক্ থাক্ ওরে থাক্, এ দারুণ খেলা রাখ্!
                 আজ হতে বিসর্জিনু এ ছার ধনুক বাণ॥