বিষয়: অক্ষয়চৌধুরীর রচিত গান।
গান সংখ্যা: ২
শিরোনাম:
রাঙাপদপদ্মযুগে প্রণমি গো ভবদারা!
পাঠ ও পাঠভেদ:
বাল্মীকি। রাঙাপদপদ্মযুগে প্রণমি গো ভবদারা!
আজি এ ঘোর নিশীথে পূজিব তোমারে তারা।
সুরনর থরহর— ব্রহ্মাণ্ডবিপ্লব করো,
রণরঙ্গে মাতো, মা গো, ঘোরা উন্মাদিনী-পারা।
ঝলসিয়ে দিশি দিশি ঘুরাও তড়িত-অসি,
ছুটাও শোণিতস্রোত, ভাসাও বিপুল ধরা।
উরো কালী কপালিনী, মহাকালসীমন্তিনী,
লহো জবাপুষ্পাঞ্জলি মহাদেবী পরাৎপরা॥
স্বরবিতান ৪৯, বাল্মীকিপ্রতিভা
(বিশ্বভারতী চৈত্র ১৪১৩)।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: বাল্মীকি প্রতিভার প্রথম সংস্করণ-এ ব্যবহৃত হয়েছিল, নিশুম্ভমর্দ্দিনী অম্বে' গানটি। এই গ্রন্থের দ্বিতীয় সংস্করণে এই গানটির পরিবর্তে অক্ষয় চৌধুরীর রচিত 'রাঙাপদপদ্মযুগে প্রণমি গো ভবদারা' গানটি ব্যবহৃত হয়।
সুর ও তাল:
গ্রহস্বর: