বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
রিম ঝিম ঘন ঘন রে
পাঠ ও পাঠভেদ:
রিম্ ঝিম্ ঘন ঘন রে বরষে।
গগনে ঘনঘটা, শিহরে তরুলতা,
ময়ূর ময়ূরী নাচিছে হরষে।
দিশি দিশি সচকিত, দামিনী চমকিত,
চমকি উঠিছে হরিণী তরাসে॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: বাল্মীকি
প্রতিভা রচনার সুনির্দিষ্ট সময় পাওয়া যায় না। এই গীতিনাট্যটি রবীন্দ্রনাথ
রচনা শেষ করেছিলেন পৌষ বা মাঘ মাসের দিকে। বাল্মীকি প্রতিভা
রচনার পরে, ১২৮৭ বঙ্গাব্দের ১৬ই ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি ১৮৮১
খ্রিষ্টাব্দ) জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির তেতলার ছাদে বিদ্বজ্জন সমাগম উপলক্ষে
মঞ্চস্থ হয়েছিল। ১২৮৭ বঙ্গাব্দের ফাল্গুন মাসে গীতিনাট্যটি পুস্তাকারে
প্রকাশিত হয়েছিল। গ্রন্থটি প্রকাশের সময় রবীন্দ্রনাথের বয়স ১৯ বৎসর ১০ মাস।
গ্রন্থ প্রকাশের বিচারে এই গানটির রচনাকালও ১৯ বৎসর ১০ মাস বিবেচনা করা যেতে
পারে।
বিবাহ উৎসব [১২৯০ বঙ্গাব্দ, তৃতীয় দৃশ্য, সখিগণ'-এর গান, মল্লার-কাওয়ালি]
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ
ঠাকুর।
[দিনেন্দ্রনাথ
ঠাকুরকৃত স্বরলিপির তালিকা]
সুর ও তাল:
স্বরবিতান ঊনপঞ্চাশত্তম (বাল্মীকিপ্রতিভা, বিশ্বভারতী, চৈত্র ১৪১৩) খণ্ডে গৃহীত স্বরলিপিতে গানটির রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৪।৪।৪।৪ মাত্রা ছন্দে ত্রিতাল তালে নিবদ্ধ।
রাগ: মল্লার। তাল: ত্রিতাল। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৭৭।
রাগ: মেঘ। তাল: ত্রিতাল [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৩৪।
গ্রহস্বর: ণা।
লয়: