বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: রিম ঝিম ঘন ঘন রে
পাঠ
ও পাঠভেদ:
বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ: বাল্মীকি প্রতিভা: বনদেবীর গান।
রিম্ ঝিম্ ঘন ঘন রে বরষে।
গগনে ঘনঘটা, শিহরে তরুলতা,
ময়ূর ময়ূরী নাচিছে হরষে।
দিশি দিশি সচকিত, দামিনী চমকিত,
চমকি উঠিছে হরিণী তরাসে॥
- পাণ্ডুলিপির
পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১২৯২ বঙ্গাব্দের ফাল্গুন মাসে বাল্মীকি প্রতিভার দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। প্রকাশকালে রবীন্দ্রনাথের বয়স ছিল ২৪ বৎসর ১০ মাস।
- খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। বাল্মীকি প্রতিভা। চতুর্থ দৃশ্য।
বনদেবীর গান ।
মল্লার। পৃষ্ঠা: ৩২]
[নমুনা]
-
গান
-
প্রথম সংস্করণ
[সিটী বুক সোসাইটী ১৩১৫] বাল্মীকি প্রতিভা। চতুর্থ দৃশ্য।
বনদেবীর গান । মল্লার। পৃষ্ঠা: ১৬৫ [নমুনা]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ। [বিশ্বভারতী, মাঘ ১৩৩৮ বঙ্গাব্দ।
বাল্মীকি প্রতিভা (১২৯২ বঙ্গাব্দ, পরিমার্জিত সংস্করণ) থেকে গৃহীত
হয়েছিল]
বাল্মীকি প্রতিভা।
বনদেবীর গান
।
মল্লার। পৃষ্ঠা ২৪। [
নমুনা]
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী, পৌষ
১৩৮০), বাল্মীকি প্রতিভা
গীতিনাট্য, চতুর্থ দৃশ্য,
বনদেবীর গান , মল্লার।
-
বাল্মীকি প্রতিভা।
- দ্বিতীয় সংস্করণ (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২)।
দ্বিতীয় সংস্করণ (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২)। চতুর্থ দৃশ্য।
বনদেবীর গান । মল্লার। পৃষ্ঠা: ১৪। [নমুনা]
-
বিবাহ
উৎসব [১২৯০
বঙ্গাব্দ, তৃতীয় দৃশ্য, সখিগণ'-এর গান, মল্লার-কাওয়ালি]
-
ঊনপঞ্চাশত্তম খণ্ড
(৪৯), বাল্মীকিপ্রতিভা (বিশ্বভারতী চৈত্র ১৪১৩)
বাণী অংশ: পৃষ্ঠা ১৬, স্বরলিপি অংশ: পৃষ্ঠা
৬১।
[নমুনা]
- গ.সঙ্গীতবিষয়ক তথ্যাবলী:
- ভাঙা গান: এটি
একটি ভাঙা গান।
মূল গান: মল্লার-ত্রিতাল
রিমি ঝিমি রিমি ঝিমি বুঁদন বরখে, তাসোই
সোহাবন মন ভাবন শাবনকী ঋতু মোরে সজনোবাঁ।
তাসোই ঘুমড ঘন বিজরী চমকত, সোই কাম-মন
কামিনী সরসত, ঠননন নননন গরজে গগনুবাঁ॥
-
স্বরলিপিকার:
দিনেন্দ্রনাথ
ঠাকুর।
-
সুর ও
তাল:
-
স্বরবিতান ঊনপঞ্চাশত্তম
(বাল্মীকিপ্রতিভা,
বিশ্বভারতী, চৈত্র ১৪১৩)
খণ্ডে
গৃহীত স্বরলিপিতে গানটির
রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৪।৪।৪।৪
মাত্রা ছন্দে ত্রিতাল তালে নিবদ্ধ।
-
রাগ: মল্লার । তাল: ত্রিতাল।
[রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬],
পৃষ্ঠা:
৭৭।
-
রাগ: মেঘ। তাল: ত্রিতাল
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত,
প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১],
পৃষ্ঠা: ১৩৪।
- বিষয়াঙ্গ:
- সুরাঙ্গ:
-
গ্রহস্বর:
ণা।